Mohammed Siraj

সিরাজ এখন বিশ্বসেরা, এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নেওয়ার পুরস্কার ভারতীয় পেসারের

আইসিসির নতুন এক দিনের ক্রমতালিকায় এক নম্বর বোলার হয়েছেন মহম্মদ সিরাজ। এর আগে ক্রমতালিকায় নবম স্থানে ছিলেন তিনি। এক লাফে আট ধাপ উঠেছেন ভারতীয় পেসার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৩
Share:

মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন মহম্মদ সিরাজ। আইসিসির নতুন এক দিনের ক্রমতালিকায় এক নম্বর বোলার হয়েছেন তিনি। এর আগে ক্রমতালিকায় নবম স্থানে ছিলেন তিনি। এক লাফে আট ধাপ উঠেছেন ভারতীয় পেসার। তিনি এক নম্বরে ওঠায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজ়লউড।

Advertisement

এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নেওয়ায় রেটিং পয়েন্ট বেড়েছে সিরাজের। ফলে এক লাফে শীর্ষে উঠে পড়েছেন তিনি। সিরাজের পয়েন্ট ৬৯৪। দ্বিতীয় স্থানে থাকা হ্যাজ়লউডের পয়েন্ট ৬৭৮। তিন নম্বরে রয়েছেন নিউ জ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর পয়েন্ট ৬৭৭। চার ও পাঁচ নম্বরে রয়েছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান। মুজিব উরের পয়েন্ট ৬৫৭। রশিদের পয়েন্ট ৬৫৫।

বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন আর এক জন ভারতীয়। কুলদীপ যাদব। এশিয়া কাপে সিরিজ়ের সেরার পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু তার পরেও তিন ধাপ নেমে নবম স্থানে রয়েছেন তিনি। কুলদীপের পয়েন্ট ৬৩৮। চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা যশপ্রীত বুমরা ২৭ নম্বরে রয়েছেন। তাঁর পয়েন্ট ৫৫৫।

Advertisement

এশিয়া কাপে ভাল খেলায় ব্যাটারদের তালিকায় এক ধাপ উঠে আট নম্বরে রয়েছেন বিরাট কোহলি। দশম স্থানে রোহিত শর্মা। প্রথম দশে রয়েছেন আর এক জন ভারতীয়। দ্বিতীয় স্থানে ভারতীয় ওপেনার শুভমন গিল। শীর্ষে থাকা পাকিস্তানের বাবর আজ়মের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি হার্দিক পাণ্ড্য। ছ’নম্বরে রয়েছেন ভারতের সহ-অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement