এশিয়া কাপে ছন্দে ছিলেন না বাবর। ফাইল ছবি।
বিরাট কোহলী আর বাবর আজম কি একই ঘরানার ক্রিকেটার? দু’জনেই কি সেরা? পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফের একটি টুইটার পোস্ট এই প্রশ্ন তুলে দিয়েছে।
নেটমাধ্যমে দু’টি ছবি পোস্ট করেন মহম্মদ ইউসুফ। দু’টি ছবিতেই রয়েছে তাঁর ছেলে। একটিতে ছেলের সঙ্গে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর। অন্যটিতে রয়েছেন কোহলী। নেটমাধ্যমে ইউসুফের এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে চর্চা।
এশিয়া কাপের সময় ছেলের সঙ্গে ভারত-পাকিস্তানের দুই ব্যাটারের ছবি তোলেন ইউসুফ। নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘আধুনিক ক্রিকেটের দুই সেরা ব্যাটারের সঙ্গে আমার পুত্র।’ অনেকেই মনে করছেন কোহলীর সঙ্গে বাবরকে একই আসনে বসাতে চেয়েছেন ইউসুফ। অনেকে বিরূপ মন্তব্যও করেছেন তা নিয়ে। ছবি দু’টি এক সঙ্গে পোস্ট করার জন্য ইউসুফেরও সমালোচনা করেছেন অনেকে। উল্লেখ্য, ইউসুফ এখন পাকিস্তানের ব্যাটিং কোচ।
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হারার পর থেকেই পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা বাবরদের উপর ক্ষুব্ধ। পাক ক্রিকেটে একের পর এক বিতর্ক সেই ক্ষোভকে আরও বাড়িয়েছে।
তবে কোহলীর ব্যাপারে বরাবরই শ্রদ্ধাশীল বাবর আজম। কোহলীর খারাপ সময়েও তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন বাবর। ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে পাক অধিনায়কের ব্যক্তিগত সম্পর্কও বেশ ভাল। তবু একটি ছবি ঘিরে তাঁর সঙ্গে অযথা তুলনা শুরু হয়েছে কোহলীর।