mark wood

Mark Wood: ভুলে গেলেন সতীর্থরা, ম্যাচ শুরুর আগে নিজেই নিজের সঙ্গে বৈঠক করলেন ইংরেজ ক্রিকেটার

একা একাই টিম হাডল করে নিলেন মার্ক উড। অভিনব এই ঘটনা ঘটেছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ১৪:১৯
Share:

ক্রিকেট মাঠে অভিনব হাডল, নেটমাধ্যমে ভিডিয়ো ভাইরাল ফাইল ছবি

রণকৌশল ঠিক করার জন্য সতীর্থরা এক দিকে গোল করে দাঁড়িয়ে পড়লেন। তিনি তখন মাঠের অন্য প্রান্তে। তাঁর কথা কারও মনেই নেই। তাই মজা করে একা একাই টিম হাডল করে নিলেন মার্ক উড। অভিনব এই ঘটনা ঘটেছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিনে। গোটা ঘটনায় তুমুল মজা পেয়েছেন ক্রিকেট সমর্থকরা।

Advertisement

দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে গোটা দল গোল করে দাঁড়িয়ে পরিকল্পনা ঠিক করে নিচ্ছিল। তখন উড দাঁড়িয়েছিলেন মাঠের অন্য প্রান্তে ফাইন লেগে। তিনি যে দলের বৈঠকে নেই, এটা কেউ খেয়ালই করেননি। উড কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন। ভেবেছিলেন কেউ তাঁকে ডাকবে। কিন্তু সেই ডাক আসেনি।

জো রুটরা তাঁকে খেয়াল না করলেও ক্যামেরা ধরেছিল উডকে। ধারাভাষ্যকাররা সেই ঘটনা দেখে হাসাহাসি করতে থাকেন। বৈঠক শেষ হওয়ার পর রুটদের মনে পড়ে উডের কথা। তখন মজা করে উড নিজেই নিজের সঙ্গে বৈঠক করার ভঙ্গিমা করেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement