Mohammad Hasnain

Mohammad Hasnain: আবার বল ছোড়ার অভিযোগ পাকিস্তানের জোরে বোলারের বিরুদ্ধে

গত জানুয়ারি মাসে বিগ ব্যাশ লিগে হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ ওঠে। নির্বাসন হয় তাঁর। বোলিং অ্যাকশন সংশোধন করে আবার ফিরেছেন ক্রিকেটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ১৯:০০
Share:

হাসনাইনের এই বোলিং ভঙ্গি নিয়েই প্রশ্ন উঠেছে। ছবি: টুইটার।

আবার পাকিস্তানের মহম্মদ হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ উঠল। এই নিয়ে দ্বিতীয় বার। তরুণ জোরে বোলারের বিরুদ্ধে এ বার অভিযোগ করলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার মার্কাস স্টোইনিস।

Advertisement

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতার ঘটনা। রবিবার ওভাল ইনভিন্সিবলসের সঙ্গে খেলা ছিল সাদার্ন ব্রেভসের। ম্যাচে ৭ উইকেটে হেরে গিয়েছে সাদার্ন। ২৭ বলে ৩৭ রান করেন স্টোইনিস। হাসনাইনের বলে খোঁচা দিয়ে আউট হন। আউট হয়ে সাজঘরে ফেরার সময় অসন্তোষ প্রকাশ করেন অজি ক্রিকেটার। হাতের ইশারায় সতীর্থদের দেখান, হাসনাইন বল ছুড়েছেন।

গত জানুয়ারিতেও বল ছোড়ার অভিযোগ উঠেছিল হাসনাইনের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে একাধিক ক্রিকেটার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একটি ম্যাচে পাক জোরে বোলারকে ‘নো’ ডাকেন আম্পায়ার জেরার্ড অ্যাডোব। পরীক্ষার পর দেখা যায়, হাসনাইনের বোলিং অ্যাকশন বৈধ নয়। বল করার সময় তাঁর হাত কনুই থেকে ১৫ ডিগ্রির বেশি ভাঙছে। নির্বাসন হয় হাসনাইনের। পরে বোলিং অ্যাকশন সংশোধন করে ক্রিকেটে ফিরেছেন ২২ বছরের জোরে বোলার।

Advertisement

এই ম্যাচে অবশ্য হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগে ‘নো’ ডাকেননি আম্পায়াররা। কারণ, তাঁর সংশোধিত বোলিং অ্যাকশনকে মান্যতা দিয়েছে আইসিসি। পাকিস্তানের হয়ে আটটি এক দিনের ম্যাচ এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হাসনাইন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement