ছবি: টুইটার থেকে
বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ঘরে ফিরেই ম্যাচ জিতল ভারত। রোহিত শর্মার ভারতের জয়ের প্রধান কাণ্ডারি হলেন সূর্যকুমার যাদব। ব্যাট করতে নেমেছিলেন তিন নম্বরে। যেখানে নামতে দেখা যেত বিরাট কোহলীকে। সেই চাপ দেখা গেল না তাঁর মধ্যে। রোহিতের সঙ্গে শুরুতে ইনিংস গড়ার কাজ করলেন এবং পরে দ্রুত রান তুললেন সূর্য।
আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন রোহিত এবং সূর্য। সেই জুটিটাই দেখা গেল ভারতের হয়ে। ম্যাচ শেষে সূর্য বলেন, “আলাদা কোনও কিছু করার চেষ্টা করিনি। যে ভাবে নেটে ব্যাট করি সেটাই করার চেষ্টা করছিলাম। নেটে প্রচুর চাপ নিয়েছি। অনুশীলনে আউট হয়ে গেলে সাজঘরে ফিরে সেটা নিয়ে ভাবতাম। আরও ভাল কী করে খেলা যায় সেটা নিয়ে চিন্তা করতাম। বল খুব ভাল ভাবে ব্যাটে আসছিল। তবে পরের দিকে একটু মন্থর হয়। তবে জিততে পেরে খুশি।”
সূর্যকুমারের ক্যাচ ফেলে দেন ট্রেন্ট বোল্ট। সেই বিষয়ে সূর্য বলেন, “আমার স্ত্রীয়ের আজ জন্মদিন। ওটা ওর উপহার।”
ভারতের পরের ম্যাচ শুক্রবার। সিরিজের দ্বিতীয় ম্যাচ রাঁচিতে। সেই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে ভারতের।