দীনেশের হাতে তৈরি হয়েছেন রোহিত। তাঁর প্রশিক্ষণে ভারত পেয়েছে শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটারকেও। সেই দীনেশ এ বার তৈরি করবেন থান্ডোকে।
দীনেশের সঙ্গে থান্ডো। —নিজস্ব চিত্র
ভারতে মাখায়া এনতিনির ছেলে থান্ডো এনতিনি। রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাডের কাছে প্রশিক্ষণ নেবেন তিনি। বুধবার থেকে শুরু হবে সেই প্রশিক্ষণ।
এনতিনির পুত্রের বয়স ২১ বছর। বাবার মতো তিনিও ডানহাতি পেসার। দক্ষিণ আফ্রিকার কেপ কোব্রার হয়ে খেলেন তিনি। জাতীয় দলে এখনও পর্যন্ত অভিষেক ঘটেনি তাঁর। বরিভলির স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশানল স্কুলে দীনেশের কাছে অনুশীলন করবেন তিনি।
দীনেশের হাতে তৈরি হয়েছেন রোহিত। তাঁর প্রশিক্ষণে ভারত পেয়েছে শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটারকেও। সেই দীনেশ এ বার তৈরি করবেন থান্ডোকে।
মুম্বইয়ের বিভিন্ন জায়গা থেকে ক্রিকেটার খুঁজে আনেন দীনেশ। তাঁর ছেলে সিদ্ধেশ লাড খেলে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়েও। এমন একজন কোচের হাতেই তৈরি হবেন বিদেশি পেসার থান্ডো।