শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২২:২৭
৮ উইকেটে জয় মুম্বইয়ের
১২.৫ ওভারে ২ উইকেটে ১২১ রান মুম্বইয়ের। রিকেলটন (৬২) এবং সূর্যকুমার (২৭) অপরাজিত থাকলেন।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২২:২০
১২ ওভারে মুম্বই ১০৫/২
ব্যাট করছেন রিকেলটন (৬১) এবং সূর্যকুমার (১২)।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২২:১৫
আউট জ্যাকস
রাসেলের দ্বিতীয় উইকেট। রাসেলের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট জ্যাক (১৬)। মুম্বই ৯১/২।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২২:১১
১০ ওভারে মুম্বই ৮৯/১
ব্যাট করছেন রিকেলটন (৫৮) এবং জ্যাকস (১৫)।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২২:০১
৮ ওভারে মুম্বই ৭০/১
ব্যাট করছেন রিকেলটন (৪৩) এবং জ্যাকস (১১)।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২১:৫২
৬ ওভারে মুম্বই ৫৫/১
ব্যাট করছেন রিকেলটন (৩১) এবং জ্যাকস (৮)।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২১:৪৯
আউট রোহিত
রোহিতকে (১৩) আউট করলেন রাসেল। মুম্বই ৪৬/১।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২১:৪১
৪ ওভারে মুম্বই ৪২/০
ব্যাট করছেন রোহিত (১২) এবং রিকেলটন (২৮)।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২১:৩১
২ ওভারে মুম্বই ১৫/০
ব্যাট করছেন রোহিত (১২) এবং রিকেলটন (১)।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২১:০১
আউট রমনদীপ
রমনদীপকে (২২) আউট করলেন স্যান্টনার। ১৬.২ ওভারে কলকাতার ইনিংস শেষ ১১৬ রানে।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২০:৫৮
১৬ ওভারে কেকেআর ১১০/৯
ব্যাট করছেন রমনদীপ (১৬) এবং জনসন (১)।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২০:৫০
আউট হর্ষিত
হর্ষিতকে (৪) আউট করলেন পুথুর। কেকেআর ৯৯/৯।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২০:৪৪
১৪ ওভারে কেকেআর ৯৪/৮
ব্যাট করছেন রমনদীপ (১) এবং হর্ষিত (৪)।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২০:৩৮
আউট রাসেল
রাসেলকেও (৫) বোল্ড করলেন অশ্বনী। কেকেআর ৮৮/৮।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২০:৩৪
১২ ওভারে কেকেআর ৮৪/৭
ব্যাট করছেন রাসেল (১) এবং রমনদীপ (শূন্য)।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২০:৩০
আউট মণীশ
তৃতীয় উইকেট অশ্বনীর। তাঁর বলে বোল্ড মণীশ (১৯)। কেকেআর ৮০/৭।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২০:২৫
আউট রিঙ্কু
দ্বিতীয় উইকেট অশ্বনীর। তাঁর বলে নমনের হাতে ক্যাচ দিয়ে আউট রিঙ্কু (১৭)। কেকেআর ৭৪/৬।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২০:২২
১০ ওভারে কেকেআর ৬৯/৫
ব্যাট করছেন রিঙ্কু (১৩) এবং মণীশ (১৪)।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২০:১১
৮ ওভারে কলকাতা ৫৯/৫
ব্যাট করছেন রিঙ্কু (১০) এবং মণীশ (৭)।
শেষ আপডেট:
৩১ মার্চ ২০২৫ ২০:০৮
আউট রঘুবংশী
হার্দিকের বলে নমনের হাতে ক্যাচ দিয়ে আউট রঘুবংশী (২৬)। কেকেআর ৭ ওভারে ৪৫/৫।