MI vs KKR Match Today

মুম্বইয়ে বিপর্যয় কলকাতার, হার্দিকদের কাছে ৮ উইকেটে হারলেন রাহানেরা

ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম জয়ের চেষ্টা করবেন হার্দিক পাণ্ডেরা। অজিঙ্ক রাহানেরাও জয়ের ছন্দ নষ্ট করতে চান না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৯:০১
Share:
অজিঙ্ক রাহানে।

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২২:২৭ key status

৮ উইকেটে জয় মুম্বইয়ের

১২.৫ ওভারে ২ উইকেটে ১২১ রান মুম্বইয়ের। রিকেলটন (৬২) এবং সূর্যকুমার (২৭) অপরাজিত থাকলেন।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২২:২০ key status

১২ ওভারে মুম্বই ১০৫/২

ব্যাট করছেন রিকেলটন (৬১) এবং সূর্যকুমার (১২)।

Advertisement
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২২:১৫ key status

আউট জ্যাকস

রাসেলের দ্বিতীয় উইকেট। রাসেলের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট জ্যাক (১৬)। মুম্বই ৯১/২।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২২:১১ key status

১০ ওভারে মুম্বই ৮৯/১

ব্যাট করছেন রিকেলটন (৫৮) এবং জ্যাকস (১৫)।

Advertising
Advertising
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২২:০১ key status

৮ ওভারে মুম্বই ৭০/১

ব্যাট করছেন রিকেলটন (৪৩) এবং জ্যাকস (১১)।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২১:৫২ key status

৬ ওভারে মুম্বই ৫৫/১

ব্যাট করছেন রিকেলটন (৩১) এবং জ্যাকস (৮)।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২১:৪৯ key status

আউট রোহিত

রোহিতকে (১৩) আউট করলেন রাসেল। মুম্বই ৪৬/১।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২১:৪১ key status

৪ ওভারে মুম্বই ৪২/০

ব্যাট করছেন রোহিত (১২) এবং রিকেলটন (২৮)।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২১:৩১ key status

২ ওভারে মুম্বই ১৫/০

ব্যাট করছেন রোহিত (১২) এবং রিকেলটন (১)।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২১:০১ key status

আউট রমনদীপ

রমনদীপকে (২২) আউট করলেন স্যান্টনার। ১৬.২ ওভারে কলকাতার ইনিংস শেষ ১১৬ রানে।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:৫৮ key status

১৬ ওভারে কেকেআর ১১০/৯

ব্যাট করছেন রমনদীপ (১৬) এবং জনসন (১)।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:৫০ key status

আউট হর্ষিত

হর্ষিতকে (৪) আউট করলেন পুথুর। কেকেআর ৯৯/৯।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:৪৪ key status

১৪ ওভারে কেকেআর ৯৪/৮

ব্যাট করছেন রমনদীপ (১) এবং হর্ষিত (৪)।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:৩৮ key status

আউট রাসেল

রাসেলকেও (৫) বোল্ড করলেন অশ্বনী। কেকেআর ৮৮/৮।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:৩৪ key status

১২ ওভারে কেকেআর ৮৪/৭

ব্যাট করছেন রাসেল (১) এবং রমনদীপ (শূন্য)।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:৩০ key status

আউট মণীশ

তৃতীয় উইকেট অশ্বনীর। তাঁর বলে বোল্ড মণীশ (১৯)। কেকেআর ৮০/৭।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:২৫ key status

আউট রিঙ্কু

দ্বিতীয় উইকেট অশ্বনীর। তাঁর বলে নমনের হাতে ক্যাচ দিয়ে আউট রিঙ্কু (১৭)। কেকেআর ৭৪/৬।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:২২ key status

১০ ওভারে কেকেআর ৬৯/৫

ব্যাট করছেন রিঙ্কু (১৩) এবং মণীশ (১৪)।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:১১ key status

৮ ওভারে কলকাতা ৫৯/৫

ব্যাট করছেন রিঙ্কু (১০) এবং মণীশ (৭)।

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২০:০৮ key status

আউট রঘুবংশী

হার্দিকের বলে নমনের হাতে ক্যাচ দিয়ে আউট রঘুবংশী (২৬)। কেকেআর ৭ ওভারে ৪৫/৫।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement