অস্ট্রেলিয়ার উইকেট পড়ার পরে ইংল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস। ছবি: রয়টার্স
তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ২৭।
২২৪ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ৭৭ রান করে আউট হলেন ট্রাভিস হেড। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ২৫১ রান।
একাই লড়ছেন ট্রাভিস হেড। অর্ধশতরান করে খেলছেন তিনি।
এক রান করে মার্ক উডের বলে আউট অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১৮০। ইংল্যান্ডের থেকে ২০৬ রানে এগিয়ে রয়েছে তারা।
মার্ক উডের বলে ১৬ রান করে আউট হয়ে গেলেন মিচেল স্টার্ক। উডের বাউন্সার বুঝতে পারেননি স্টার্ক। বল উপড়ে উঠে যায়। বেশ খানিকটা দৌড়ে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন হ্যারি ব্রুক। অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ১৬৮। ইংল্যান্ডের থেকে ১৯৪ রানে এগিয়ে রয়েছে তারা।
ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ক্রিস ওকসের বলে ৫ রানের মাথায় বোল্ড হলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে। অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৩৯। ইংল্যান্ডের থেকে ১৬৫ রানে এগিয়ে রয়েছে তারা।
তৃতীয় দিনের খেলা শুরু হতেই পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়ার। ক্রিস ওকসের বল মিচেল মার্শের গ্লাভসে লেগে উইকেটরক্ষকের হাতে যায়। প্রথম ইনিংসে শতরান করলেও দ্বিতীয় ইনিংসে ২৮ রান করে ফিরতে হল মার্শকে।
মাত্র এক ওভার খেলার পরেই আবার বৃষ্টি শুরু হয়েছে। ফলে আবার খেলা বন্ধ রয়েছে।
বৃষ্টিতে দুই সেশনের খেলা ভেস্তে যাওয়ার পরে শুরু হয়েছে খেলা। তবে আবার বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টির জেরে দ্বিতীয় সেশনের খেলাও ভেস্তে গেল। চা বিরতি চলছে। কিন্তু বৃষ্টি এখনও থামেনি। ফলে তৃতীয় সেশনের খেলা শুরু হতেও দেরি হতে পারে।
বৃষ্টি এখনও থামেনি। তার ফলে কখন খেলা শুরু করা যাবে সেটা বোঝা যাচ্ছে না। দ্বিতীয় সেশনের খেলাও বৃষ্টিতে ভেস্তে যেতে পারে। যদিও এখনও কিছু জানানো হয়নি।
বৃষ্টির জেরে প্রথম সেশনের খেলা ভেস্তে গিয়েছে। ফলে তাড়াতাড়ি মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আবার বৃষ্টির জন্য মাঠ ঢাকা হয়েছে। ফলে খেলা শুরু হতে আরও দেরি হবে।