India vs Pakistan Live in ICC Champions Trophy 2025

শতরান করে নায়ক সেই কোহলিই, পাকিস্তানের বিরুদ্ধে কী ভাবে জিতল ভারত?

প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পর আত্মবিশ্বাসী হয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। অন্য দিকে, ভারতকে হারাতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় নেবে পাকিস্তান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৩
Share:
বিরাট কোহলি।

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৮ key status

জিতল ভারত

জিততে অসুবিধা হল না ভারতের। চার মেরে শতরান পূরণ করলেন, দলকেও জেতালেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল ভারত।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৫ key status

আউট হার্দিক

অকারণে তাড়াহুড়ো করে মারতে গিয়ে আউট হলেন হার্দিক। ৬ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৬ key status

ভারত ৩৫ ওভারে ১৮৯-২

ক্রিজে কোহলি ৭১ এবং শ্রেয়স ৪৮ রানে।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৩ key status

ভারত ৩০ ওভারে ১৬০-২

রান রেট পাঁচের উপরেই রয়েছে। ক্রিজে কোহলি ৬৪ এবং শ্রেয়স ২৭ রানে।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০ key status

১৫০ পেরল ভারত

তৃতীয় উইকেটের জুটিতে ১৫০ রান পেরিয়ে গেল ভারত। লক্ষ্যমাত্রা নেমে এসেছে ১০০-রও কমে।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪২ key status

অর্ধশতরান কোহলির

পাকিস্তানের বিরুদ্ধে আবার ফর্মে কোহলি। ৬২ বলে ৫০ রান করলেন। কোনও রকম ঝুঁকি নিয়ে খেলার রাস্তায় হাঁটছেন না তিনি।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮ key status

ভারত ২০ ওভারে ১০৯-২

কোহলি ৩৬ এবং শ্রেয়স ৪ রানে ক্রিজে।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৮ key status

আউট শুভমন

ক্যারম বল করেছিলেন আবরার আহমেদ। বুঝতে না পেরে বোল্ড হয়ে গেলেন শুভমন। হাতছাড়া হল অর্ধশতরান। ৪৬ রানে আউট শুভমন।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬ key status

ভারত ১৫ ওভারে ৮৯-১

ক্রিজে শুভমন ৪২ এবং কোহলি ৩৪ রানে।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪২ key status

শুভমনের ক্যাচ ছাড়লেন খুশদিল

রউফের বলে শুভমনের ক্যাচ গিয়েছিল খুশদিলের কাছে। তিনি ধরতে  পারলেন না।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪০ key status

ভারত ১০ ওভারে ৬৪-১

ক্রিজে শুভমন ৩৫ এবং কোহলি ৬ রানে। বল করতে এলেন হ্যারিস রউফ।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৪ key status

এক ওভারে তিন চার শুভমনের

রোহিতকে আউট করা শাহিনের এক ওভারে তিনটি চার মারলেন শুভমন। 

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৪ key status

আউট রোহিত

সেই শাহিনের বলেই আউট হলেন রোহিত। বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে দুর্বলতা কাটল না। ইয়র্কার স্টাম্প ভেঙে দিল রোহিতের। ২০ রানে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২২ key status

২৪১ রানে শেষ পাকিস্তান

পুরো ৫০ ওভার টিকতে পারল না পাকিস্তান। শেষ ওভারের চতুর্থ বলে হর্ষিতকে তুলে মারতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিলেন খুশদিল।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৫ key status

আউট নাসিম

পায়ের একটু সামনে বল ফেলেছিলেন কুলদীপ। ক্যাচ তুলে দেন নাসিম। লং অফে তালুবন্দি করলেন জাডেজা।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৭ key status

পাকিস্তান ৪৫ ওভারে ২১২-৭

ক্রিজে খুশদিল ২৩ এবং নাসিম ৯ রানে।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৯ key status

আউট শাহিন

কুলদীপের পরের বলেই এলবিডব্লিউ হলেন শাহিন। ব্যাটের ধারেকাছে বল ছিল না। তবু রিভিউ নিয়েছিলেন। রিপ্লে-তে দেখা গেল বল লাগছে মাঝের স্টাম্পে!

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬ key status

আউট সলমন

কুলদীপের বল লেগ সাইডে খেলতে গিয়েছিলেন সলমন। ব্যাটের কানায় লেগে ক্যাচ ওঠে কভারে। ঝাঁপিয়ে বল তালুবন্দি করলেন জাডেজা। ২৯ রানে আউট সলমন।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪২ key status

প্রথম ছয় পাকিস্তানের

৪২ ওভারে গিয়ে প্রথম ছয় মারল পাকিস্তান। অক্ষরের বল গ্যালারিতে পাঠালেন খুশদিল।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩২ key status

পাকিস্তান ৩৯ ওভারে ১৭৭-৫

ক্রিজে সলমন ১০ এবং খুশদিল ৭ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement