রোহিত শর্মা। —ফাইল চিত্র।
২৩৫ রানে শেষ হল নিউ জ়িল্যান্ডের প্রথম ইনিংস। পটেলকে (৭) আউট করলেন ওয়াশিংটন। ৮১ রানে ৪ উইকেট নিলেন তিনি।
৮২ রান করে আউট ড্যারিল মিচেল। নিউ জ়িল্যান্ডের ইনিংস টানছিলেন তিনিই। ওয়াশিংটনের বলে স্লিপে ক্যাচ দিয়ে শতরান থেকে ১৮ রান দূরে থামলেন মিচেল।
আরও একটি উইকেট নিলেন জাডেজা। বোল্ড ফিলিপ্স। ১৭ রান করে আউট হলেন তিনি। ষষ্ঠ উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
এক ওভার ২ উইকেট জাডেজার। ইয়ংয়ের পর আউট ব্লান্ডেল। বোল্ড হলেন তিনি। কোনও রানই করতে পারেননি ব্লান্ডেল।
৭১ রান করে আউট হলেন ইয়ং। জাডেজার বলে রোহিতের হাতে ক্যাচ দিলেন তিনি। ৮৭ রানের জুটি ভেঙে গেল কিউয়িদের।
অর্ধশতরান করলেন উইল ইয়ং। নিউ জ়িল্যান্ড পার করল ১০০ রানের গণ্ডি। তিন উইকেট হারিয়ে জুটি গড়ার লক্ষ্যে ইয়ং এবং মিচেল।
এ বার ফিরলেন রাচিন। একই রকম ভাবে বোল্ড হলেন তিনি। ওয়াশিংটনের দ্বিতীয় উইকেট। রাচিন পাঁচ রান করে আউট।
নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় ওপেনার আউট। টম লাথামের উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর। লাথাম বুঝতেই পারেননি তাঁর অফ স্টাম্প কোথায়। ওয়াশিংটনের বল সামান্য ঘুরেছিল। ব্যাটের পাশ দিয়ে গিয়ে উইকেটে লাগল বল। ২৮ রান করে আউট লাথাম।
কনওয়ের উইকেট হারালেও নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা ক্রিজ়ে অনেকটাই থিতু। ভারতীয় দল স্পিনারদের নিয়ে এসেছে। কিন্তু এখনও উইকেট তুলতে পারেনি।
মুম্বই টেস্টে প্রথম উইকেট নিলেন আকাশ দীপ। বাংলার পেসারের বলে এলবিডব্লিউ ডেভন কনওয়ে। রিভিউ নিলেও লাভ হয়নি। ৪ রান করে আউট হলেন তিনি।
ভারতের বিরুদ্ধে শেষ টেস্টে নেই টিম সাউদি এবং মিচেল স্যান্টনার। সেই জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট হেনরি এবং ইশ সোধিকে। তাছাড়াও দলে রয়েছেন টম লাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপ্স, টম ব্লান্ডেল, অজাজ পটেল এবং উইলিয়াম ও'রোর্ক।
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সরফরাজ় খান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ এবং মহম্মদ সিরাজকে প্রথম একাদশে রাখা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে। দলে ফেরানো হয়নি লোকেশ রাহুলকে।