আকাশ দীপ। —ফাইল চিত্র।
নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় ওপেনার আউট। টম লাথামের উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর। লাথাম বুঝতেই পারেননি তাঁর অফ স্টাম্প কোথায়। ওয়াশিংটনের বল সামান্য ঘুরেছিল। ব্যাটের পাশ দিয়ে গিয়ে উইকেটে লাগল বল। ২৮ রান করে আউট লাথাম।
কনওয়ের উইকেট হারালেও নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা ক্রিজ়ে অনেকটাই থিতু। ভারতীয় দল স্পিনারদের নিয়ে এসেছে। কিন্তু এখনও উইকেট তুলতে পারেনি।
মুম্বই টেস্টে প্রথম উইকেট নিলেন আকাশ দীপ। বাংলার পেসারের বলে এলবিডব্লিউ ডেভন কনওয়ে। রিভিউ নিলেও লাভ হয়নি। ৪ রান করে আউট হলেন তিনি।
ভারতের বিরুদ্ধে শেষ টেস্টে নেই টিম সাউদি এবং মিচেল স্যান্টনার। সেই জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট হেনরি এবং ইশ সোধিকে। তাছাড়াও দলে রয়েছেন টম লাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপ্স, টম ব্লান্ডেল, অজাজ পটেল এবং উইলিয়াম ও'রোর্ক।
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সরফরাজ় খান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ এবং মহম্মদ সিরাজকে প্রথম একাদশে রাখা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে। দলে ফেরানো হয়নি লোকেশ রাহুলকে।