রোহিত শর্মা। —ফাইল চিত্র।
ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ২৪৫ রানে। ১২ বছর ঘরের মাঠে সিরিজ় হারল ভারত।
১৮ রান করে আউট অশ্বিন। উইকেট নিলেন সেই স্যান্টনার। ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন তিনি। ক্যাচ ধরতে কোনও ভুল করেননি ড্যারিল মিচেল।
একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। হাতে আর মাত্র তিন উইকেট। টেস্ট জিততে এখনও ১৯২ রান প্রয়োজন।
বলের লাইন বুঝতে পারলেন না সরফরাজ় খান। স্যান্টনারের বলটি সোজা উইকেটে আসে, কিন্তু সরফরাজ় ভেবেছিলেন বল তাঁর দিকে ঢুকবে। তাতেই বোল্ড ভারতীয় ব্যাটার।
এলবিডব্লিউ হলেন বিরাট। স্যান্টনারের বল উইকেটের সামনে বিরাটের পা খুঁজে নিল। বিরাট রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। বল তাঁর পিছনের পায়ে লাগে। ১৭ রান করে ফিরতে হয় তাঁকে।
৭৭ রান করে আউট হয়ে গেলেন যশস্বী। তাঁর উপরে ভরসা করে এগচ্ছিল ভারত। কিন্তু স্যান্টনারের বলে খোঁচা দিলেন। স্লিপে বল ধরলেন ড্যারিল মিচেল।
স্লিপে ক্যাচ দিলেন শুভমন। ২৩ রান করে স্যান্টনারের বলে আউট হলেন তিনি।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৩৫৯ রান তাড়া করতে নেমে যশস্বী অর্ধশতরান করলেন। তিনি শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছেন। ভারতকে জিততে হলে যশস্বীর ক্রিজ়ে টিকে থাকা প্রয়োজন।
৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী ব্যাটিং ভারতের। রোহিত শর্মা আউট হলেও আক্রমণ থামাননি যশস্বী জয়সওয়াল। তরুণ ওপেনার ৩৬ বলে ৪৬ রান করে অপরাজিত। তিনটি ছক্কা এবং তিনটি চার মেরেছেন তিনি। তাঁর সঙ্গে ব্যাট করছেন শুভমন গিল। ২০ বলে ২২ রান করে অপরাজিত তিনি। ভারতের জয়ের জন্য এখনও ২৭৮ রান প্রয়োজন।
দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারাল ভারত। ফরোয়ার্ড শর্টলেগে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক। স্যান্টনারের বলে ডিফেন্স করতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটে লেগে বল চলে গেল উইল ইয়ংয়ের হাতে।
পুণের মাঠে ৩৫৯ রানের লক্ষ্য ভারতের সামনে। যা খুব সহজ নয়। সেই রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী ব্যাটিং ভারতের। যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা মিলে আক্রমণ করতে শুরু করেছেন। ইনিংসের দ্বিতীয় বলটিতেই ছক্কা মারেন যশস্বী।
পুণে টেস্ট জিততে হলে ৩৫৯ রান করতে হবে ভারতকে। শনিবার সকালে দ্রুত পাঁচ উইকেট হারায় নিউ জ়িল্যান্ড। জাডেজা একাই তুলে নেন তিন উইকেট। একটি উইকেট নেন অশ্বিন। রান আউট হয় একটি। ২৫৫ রানে শেষ নিউ জ়িল্যান্ড।
বড় শট খেলতে গিয়ে আউট অজাজ পটেল। বাঁদিকে দৌড়তে দৌড়তেই ক্যাচ ধরলেন ওয়াশিংটন।
কোনও রান না করেই আউট সাউদি। অশ্বিনের বলে খোঁচা দিলেন তিনি। স্লিপে ক্যাচ ধরতে ভুল করেননি রোহিত।
জাডেজার বলে এ বার আউট মিচেল স্যান্টনার। ক্যাচ দিলেন বুমরার হাতে। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। নিউ জ়িল্যান্ড ইতিমধ্যেই ৩৪০ রানের বেশি লিড নিয়ে নিয়েছে।
টম ব্লান্ডেলকে বোল্ড করলেন জাডেজা। ৪১ রানে আউট নিউ জ়িল্যান্ডের উইকেটরক্ষক। ব্লান্ডেল ভেবেছিলেন বল স্পিন করবে। কিন্তু বলটি সোজা গিয়ে উইকেটে লাগে। তাতেই বোল্ড হয়ে যান ব্লান্ডেল।