রোহিত শর্মা। —ফাইল চিত্র।
ধাক্কা দিলেন সেই ওয়াশিংটনই। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন লাথাম (৮৬)। শতরান হাতছাড়া হল তাঁর।
আউট মিচেল। ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ তুলে দিলেন কিউয়ি ব্যাটার। যশস্বী জয়সওয়াল ক্যাচ ধরলেন। ১৮ রান করে আউট মিচেল।
ওয়াশিংটনের বল লাথামের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক পন্থের কাছে গিয়েছিল। কিন্তু তিনি বল ধরতে পারেননি। গ্লাভস গলে বল বেরিয়ে যায়।
ওপেন করতে নেমে অর্ধশতরান করলেন লাথাম। উল্টো দিক থেকে তিন উইকেট গেলেও কিউয়ি অধিনায়ক ক্রিজ়ে টিকে রয়েছেন। তিনি দলকে এগিয়ে নিয়ে চলেছেন।
ভারতের বিরুদ্ধে পুণেতে ২০০ রানের উপর লিড নিল নিউ জ়িল্যান্ড। তিনটি উইকেট হারিয়েছে কিউয়িরা। হাতে এখনও সাত উইকেট রয়েছে।
নিউ জ়িল্যান্ড করেছিল ২৫৯ রান। জবাবে ভারত শেষ ১৫৬ রানে। মিচেল স্যান্টনার একাই নিলেন সাত উইকেট। ১০৩ রানে লিড পেল কিউয়িরা।
বল নিচু হচ্ছে পুণের পিচে। মিচেল স্যান্টনারের বল যতটা উঠবে ভেবেছিলেন অশ্বিন, ততটা ওঠেনি। তাতেই উইকেটের সামনে অশ্বিনের পা পেয়ে গেলেন স্যান্টনার। এলবিডব্লিউ হয়ে যান ভারতীয় অলরাউন্ডার। রিভিউ নেওয়ারও প্রয়োজন মনে করেননি।
উইকেট দিয়ে এলেন সরফরাজ়। আচমকা মারতে গেলেন তিনি। শরীর জায়গায় ছিল না। ফলে শটে জোর পাননি। ক্যাচ দিলেন মিড অনে। পুণের পিচে বড় শট খেলা সহজ হচ্ছে না। কিন্তু সেই ভুলটাই করলেন সরফরাজ়।
ক্রমশ চাপ বাড়ছে ভারতের। নিউ জ়িল্যান্ডকে ২৫৯ রানে আটকে রেখেছিলেন ওয়াশিংটন সুন্দরেরা। কিন্তু বোলারদের কৃতিত্ব ব্যাটারদের কারণে ম্লান হওয়ার পথে। কোনও ব্যাটারই রান করতে পারছেন না। এ বার আউট পন্থ। বোল্ড হলেন তিনি। বলের লাইন বুঝতে পারেননি পন্থ। আড়াআড়ি শট খেলতে গিয়ে বোল্ড হলেন তিনি।
শুভমন এবং বিরাটকে হারিয়ে ভারতীয় দল তখন চাপে, সেই সময় উইকেট দিয়ে এলেন যশস্বী। তরুণ ওপেনার গ্লেন ফিলিপ্সের বলে স্লিপে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিলেন। ৩০ রান করে ফিরলেন তিনিও।
বোল্ড হলেন বিরাট। মাত্র ১ রান করে আউট তিনি। শুভমন আউট হওয়ার পর পুণের মাঠে চিৎকার শুরু হয় বিরাটের নামে। কিন্তু তা বেশি ক্ষণ স্থায়ী হয়নি। স্যান্টনারের বলেই আউট হলেন বিরাট। ফুলটস বল ছিল। আড়াআড়ি খেলতে গিয়ে উইকেট দিলেন বিরাট। বলের লাইনই বুঝতে পারলেন না ৮০টি আন্তর্জাতিক শতরানের মালিক।
ভারতের হয়ে তিন নম্বরে নামা শুভমন দ্বিতীয় দিনের সকালে টিকতে পারলেন না। মিচেল স্যান্টনারের বলে আউট হলেন তিনি। পুণের পিচে বৃহস্পতিবার থেকে বল ঘুরছে। শুভমন যে বলে আউট হলেন সেটি সোজা তাঁর পায় লাগে। কিন্তু তিনি ভেবেছিলেন বল ঘুরবে। স্পিনের জন্য খেলেছিলেন। কিন্তু সোজা বলে আউট হয়ে গেলেন শুভমন। ৩০ রান করে সাজঘরে তিনি।