মহম্মদ শামি। —ফাইল চিত্র।
ভারতের বিরুদ্ধে ৯৭ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ড। মুম্বইয়ে ভারত প্রথমে ব্যাট করে ২৪৭ রান করেছিল। সেই চাপ নিতে পারলেন না জস বাটলারেরা। ১৫০ রানে হারতে হল তাঁদের।
রানের চাপ নিতে পারল না ইংল্যান্ড। একের পর এক উইকেট হারাচ্ছে তারা একা ফিল সল্ট লড়াই করছিলেন। তিনি ৫৫ রান করেন। উল্টো দিকের ব্যাটারেরা ১০ রানের গণ্ডি পার করতেও সমস্যায় পড়েন। প্রথম উইকেটটি নিয়েছিলেন শামি। বেন ডাকেটকে (০) আউট করেন তিনি। প্রত্যাবর্তনের পর এটাই তাঁর প্রথম উইকেট।
অভিষেকের দাপট দেখল মুম্বই। ২৪৭ রান তুলল ভারত। ৫৪ বলে ১৩৫ রান করলেন অভিষেক।
মুম্বইয়ে শতরান করলেন অভিষেক। তাঁর দাপটে ছন্নছাড়া ইংল্যান্ডের বোলিং আক্রমণ।
অভিষেক আগ্রাসী ইনিংস খেলছেন। মুম্বইয়ের ছোট মাঠে একের পর এক বাউন্ডারি মারছেন তিনি। ১০ ওভারে ১৪৩ রান তুলেছে ভারত। এর মধ্যে ৯৯ রান অভিষেকের। ওপেনার সঞ্জু এবং তিন নম্বরে নামা তিলক বর্মা আউট হলেও তিনি দলকে টানছেন। ক্রিজ়ে অধিনায়ক সূর্যকুমার।
১৭ বলে ৫০ করলেন অভিষেক শর্মা। ভারতের হয়ে ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবরাজ সিংহ। তাঁর থেকে মাত্র পাঁচ বল বেশি নিলেন অভিষেক।
মার্ক উডের বলে পুল করতে গিয়ে ক্যাচ দিলেন সঞ্জু। আগের ম্যাচে প্রায় একই ভাবে আউট হয়েছিলেন আর্চারের বলে। এই ম্যাচে আর্চারের হাতে ক্যাচ দিলেন সঞ্জু। ৭ বলে ১৬ রান করে আউট তিনি।
জফ্রা আর্চারের ওভারে প্রথম বলেই ছক্কা মারেন সঞ্জু স্যামসন। সেই ওভারে মোট ১৬ রান নেন তিনি। আরও একটি ছক্কা এবং একটি চার মারেন সঞ্জু।
মুম্বইয়ে ফিরলেন শামি, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ১১ ক্রিকেটার কারা?