সরাসরি
Bangladesh tour of India 2024

কানপুরে জোড়া উইকেট বাংলার আকাশের, মধ্যাহ্নভোজে বাংলাদেশ ৭৪/২

কানপুরেও জিততে চাইবেন রোহিত শর্মারা। ড্র করলেও সিরিজ় ভারতের। রোহিতেরা যদিও বাংলাদেশের বিরুদ্ধে জিততেই চাইবেন। কারণ তাঁদের মাথায় রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ভাবনাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৯
Share:

আকাশ দীপ। —ফাইল চিত্র।

সংক্ষেপে
সিরিজ়ে ১-০ এগিয়ে আছে ভারত।
দ্বিতীয় টেস্ট কানপুরের গ্রিন পার্কে।
দ্বিতীয় টেস্টে ড্র করলেও সিরিজ় জিতবে ভারত।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৬ key status

মধ্যাহ্নভোজে বাংলাদেশ ৭৪/২

প্রথম সেশনে আকাশ দীপের দাপট দেখল কানপুর। নিজের প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন তিনি। বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করেন আকাশ।

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২ key status

দ্বিতীয় উইকেট আকাশের

আরও একটি উইকেট নিলেন আকাশ। ভারতীয় পেসারের বলে এলবিডব্লিউ হলেন শাদমান ইসলাম। বাংলাদেশের দুই ওপেনারকেই ফেরালেন আকাশ। ২৪ রান করে আউট শাদমান। অধিনায়ক রোহিত রিভিউ নিতে খুব একটা আগ্রহী ছিলেন না। আকাশই জোর করেন। তাতেই সাফল্য পায় ভারত। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিলে দেখা যায় এলবিডব্লিউ শাদমান। দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।

Advertisement
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৫ key status

প্রথম উইকেট আকাশের

কানপুরে নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন আকাশ দীপ। ফেরালেন বাংলাদেশের ওপেনার জাকির হাসানকে। কোনও রান করেননি তিনি। স্লিপে দাঁড়ানো যশস্বী জয়সওয়াল ক্যাচ ধরলেন। ২৬ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৫ key status

ভারতীয় দলে পরিবর্তন নেই

চেন্নাই টেস্টে ভারত যে ১১জনকে নিয়ে খেলেছিল, কানপুরেও তাঁরাই খেলছেন। মনে করা হয়েছিল এই টেস্টে কুলদীপ যাদবকে খেলতে দেখা যাবে। কিন্তু আকাশ মেঘলা থাকায় তিন পেসার নিয়েই খেলছে ভারত।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:০২ key status

টস জিতল ভারত

রোহিত টস জিতলেন কানপুরে। বল করার সিদ্ধান্ত নিলেন তিনি। কানপুরে আকাশ মেঘলা। সেই সুবিধা নেওয়ার জন্যেই আগে বল করতে চাইছেন রোহিত। আকাশ মেঘলা থাকায় আগে বল করলে পেসারেরা সুবিধা পাবেন বলে মত ভারত অধিনায়কের।

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪০ key status

খেলা শুরু সাড়ে ১০টা থেকে

মাঠ পর্যবেক্ষণের পর খেলা শুরুর সময় জানিয়ে দিলেন আম্পায়ারেরা। টস হবে সকাল ১০টায়। ম্যাচ শুরু সাড়ে ১০টা থেকে। 

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৩ key status

চলছে পর্যবেক্ষণ

কানপুরে মাঠ পর্যবেক্ষণ করছেন আম্পায়ারেরা। মাঠের কিছু জায়গা ভেজা ছিল বলে টস সঠিক সময়ে করা যায়নি। আম্পায়ারেরা পরীক্ষা করে দেখছেন মাঠ খেলার উপযুক্ত হয়েছে কি না।

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২০ key status

মাঠের অনেকাংশ ঢাকা

কানপুরে সকাল থেকেই মাঠ ঢাকা ছিল। রোদ নেই মাঠে। ফলে মাঠ শুকোতে সময় লাগছে। এখন যদিও ছবিটা কিছুটা পাল্টেছে।

কানপুরে মাঠ ঢাকা। ছবি: পিটিআই।

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪ key status

কানপুরে মাঠ ভেজা

বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয় কানপুরে। শুক্রবার সকালে এখনও রোদ ওঠেনি। তাই মাঠ পুরোপুরি শুকায়নি। সকাল ৯.৩০টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়ারেরা।

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৬ key status

প্রথম টেস্ট জিতেছিল ভারত

চেন্নাইয়ে বাংলাদেশকে হারিয়ে সিরিজ়ে ১-০ এগিয়ে আছে ভারত। কানপুরেও জিততে চাইবেন রোহিত শর্মারা। ড্র করলেও সিরিজ় ভারতের। রোহিতেরা যদিও বাংলাদেশের বিরুদ্ধে জিততেই চাইবেন। কারণ তাঁদের মাথায় রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ভাবনাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement