আকাশ দীপ। —ফাইল চিত্র।
কানপুরে ভারী বৃষ্টি। বন্ধ করে দেওয়া হল শুক্রবারের খেলা। ৩৫ ওভারে ১০৭ করেছে বাংলাদেশ। হারিয়েছে তিন উইকেট।
শান্ত এবং মোমিনুলের জুটি ভাঙলেন অশ্বিন। ৫১ রানের জুটি ভাঙলেন ভারতীয় স্পিনার। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া দলকে টানছিলেন শান্ত এবং মোমিনুল। কিন্তু মধ্যাহ্নভোজের পর ফিরে এসে আউট হয়ে গেলেন শান্ত।
প্রথম সেশনে আকাশ দীপের দাপট দেখল কানপুর। নিজের প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন তিনি। বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করেন আকাশ।
আরও একটি উইকেট নিলেন আকাশ। ভারতীয় পেসারের বলে এলবিডব্লিউ হলেন শাদমান ইসলাম। বাংলাদেশের দুই ওপেনারকেই ফেরালেন আকাশ। ২৪ রান করে আউট শাদমান। অধিনায়ক রোহিত রিভিউ নিতে খুব একটা আগ্রহী ছিলেন না। আকাশই জোর করেন। তাতেই সাফল্য পায় ভারত। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিলে দেখা যায় এলবিডব্লিউ শাদমান। দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
কানপুরে নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন আকাশ দীপ। ফেরালেন বাংলাদেশের ওপেনার জাকির হাসানকে। কোনও রান করেননি তিনি। স্লিপে দাঁড়ানো যশস্বী জয়সওয়াল ক্যাচ ধরলেন। ২৬ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।
চেন্নাই টেস্টে ভারত যে ১১জনকে নিয়ে খেলেছিল, কানপুরেও তাঁরাই খেলছেন। মনে করা হয়েছিল এই টেস্টে কুলদীপ যাদবকে খেলতে দেখা যাবে। কিন্তু আকাশ মেঘলা থাকায় তিন পেসার নিয়েই খেলছে ভারত।
রোহিত টস জিতলেন কানপুরে। বল করার সিদ্ধান্ত নিলেন তিনি। কানপুরে আকাশ মেঘলা। সেই সুবিধা নেওয়ার জন্যেই আগে বল করতে চাইছেন রোহিত। আকাশ মেঘলা থাকায় আগে বল করলে পেসারেরা সুবিধা পাবেন বলে মত ভারত অধিনায়কের।
মাঠ পর্যবেক্ষণের পর খেলা শুরুর সময় জানিয়ে দিলেন আম্পায়ারেরা। টস হবে সকাল ১০টায়। ম্যাচ শুরু সাড়ে ১০টা থেকে।
কানপুরে মাঠ পর্যবেক্ষণ করছেন আম্পায়ারেরা। মাঠের কিছু জায়গা ভেজা ছিল বলে টস সঠিক সময়ে করা যায়নি। আম্পায়ারেরা পরীক্ষা করে দেখছেন মাঠ খেলার উপযুক্ত হয়েছে কি না।
কানপুরে সকাল থেকেই মাঠ ঢাকা ছিল। রোদ নেই মাঠে। ফলে মাঠ শুকোতে সময় লাগছে। এখন যদিও ছবিটা কিছুটা পাল্টেছে।
কানপুরে মাঠ ঢাকা। ছবি: পিটিআই।
বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয় কানপুরে। শুক্রবার সকালে এখনও রোদ ওঠেনি। তাই মাঠ পুরোপুরি শুকায়নি। সকাল ৯.৩০টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়ারেরা।
চেন্নাইয়ে বাংলাদেশকে হারিয়ে সিরিজ়ে ১-০ এগিয়ে আছে ভারত। কানপুরেও জিততে চাইবেন রোহিত শর্মারা। ড্র করলেও সিরিজ় ভারতের। রোহিতেরা যদিও বাংলাদেশের বিরুদ্ধে জিততেই চাইবেন। কারণ তাঁদের মাথায় রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ভাবনাও।