সরাসরি
Bangladesh tour of India 2024

ঋষভ, শুভমনের জোড়া শতরান, ৫১৪ রানের লিড নিয়ে ইনিংস ছাড়ল ভারত, ব্যাট করছে বাংলাদেশ

তৃতীয় দিনের সকালে পন্থ এবং শুভমনের জুটিতে ৫১৪ রানে লিড নিয়েছে ভারত। শতরান করেছেন পন্থ। সেঞ্চুরি শুভমনেরও। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে চালকের আসনে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২২
Share:

ঋষভ পন্থ এবং শুভমন গিল। ছবি: পিটিআই।

সংক্ষেপে
ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে।
বাংলাদেশ ৪৭.১ ওভারেই শেষ হয়ে যায়। করে ১৪৯ রান।
বাংলাদেশকে অল্প রানে আটকে রাখার নেপথ্যে যশপ্রীত বুমরা। তিনি ৩ উইকেট নেন।
দ্বিতীয় দিনের শেষে ভারত করেছিল ৩ উইকেটে ৮১ রান।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৭ key status

বাংলাদেশের লক্ষ্য ৫১৫ রান

দ্বিতীয় ইনিংসে ভারত ২৮৭ রান করে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫১৪ রানের লিড নিলেন রোহিতেরা। ঋষভ পন্থ ১০৯ রান করেন। শুভমন গিল ১১৯ রানে অপরাজিত রইলেন। তাঁদের দাপটেই বাংলাদেশের সামনে ৫১৫ রানের লক্ষ্য রাখল ভারত।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৭ key status

শতরান শুভমনের

পন্থের পর শতরান করলেন শুভমন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর তরুণ ব্যাটারকে সমালোচনা শুরু হয়েছিল। দ্বিতীয় ইনিংসেই উত্তর দিয়ে দিলেন শুভমন। ভারতকে ৫০০ রানের উপরে লিড এনে দিলেন। 

Advertisement
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৫ key status

শতরান করে আউট পন্থ

টেস্ট ক্রিকেটে ফিরেই শতরান পন্থের। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনার আগে শেষ টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। সেই দলের বিরুদ্ধে শতরান করেই টেস্টে প্রত্যাবর্তন পন্থের। ১২৮ বলে ১০৯ রান করলেন তিনি। মেহেদি হাসান মিরাজের বলে তাঁর হাতেই ক্যাচ দিলেন পন্থ।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৭ key status

মধ্যাহ্নভোজে ভারত এগিয়ে ৪৩২ রানে

পন্থ এবং শুভমনের ব্যাটে বড় রানের লিড নেওয়ার পথে ভারত। শুভমন ব্যাট করছেন ৮৬ রানে। শতরানের থেকে ১৪ রান দূরে। পন্থ অপরাজিত ৮৩ রানে। তাঁর শতরানের জন্য প্রয়োজন ১৮ রান। ভারত ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে ২০৫ রান করে ফেলেছে। বাংলাদেশের বিরুদ্ধে ৪৩২ রানে লিড নিয়েছে ভারত।

Advertising
Advertising
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:০২ key status

পন্থের অর্ধশতরান

৮৮ বলে ৫০ রান করলেন পন্থ। তিনি এবং শুভমন মিলে ভারতকে বড় রানের লিডের পথে নিয়ে যাচ্ছেন। 

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৯ key status

শুভমনের অর্ধশতরান

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান শুভমনের। ছক্কা মেরে ৫০ পার করলেন তিনি। মেহেদির ওভারে দু’টি ছক্কা মারেন শুভমন। দ্রুত রান তুলছে ভারত।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৪ key status

শুরু হল তৃতীয় দিনের খেলা

দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকা শুভমন গিল এবং ঋষভ পন্থ ব্যাট করতে নামলেন। প্রথম ওভার বল করলেন মেহেদি হাসান মিরাজ। ২ রান হল এই ওভারে।

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২১ key status

দ্বিতীয় দিনের শেষে

নাজমুল হোসেন শান্তদের প্রথম ইনিংস ১৪৯ রানে শেষ হওয়ার পর আম্পায়ার রড টাকার রোহিত শর্মার কাছে জানতে চান, ফলোঅন করাবেন কি না। রোহিত মাথা নাড়িয়ে সিদ্ধান্ত জানিয়ে মাঠ ছাড়েন। হাতে ২২৭ রানের পুঁজি নিয়েও চিপকের ২২ গজে চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিতে রাজি হয়নি ভারতীয় শিবির। দ্বিতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ৮১/৩। এগিয়ে ৩০৮ রানে। প্রথম টেস্টে জয়ের গন্ধ পেতে শুরু করেছেন রোহিতেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement