BGT 2024-25

শেষ প্রথম দিনের খেলা, বৃষ্টির কারণে খেলা হল মাত্র ১৩.২ ওভার, অস্ট্রেলিয়া ২৮/০

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৫:২৪
Share:

ব্রিসবেনে বৃষ্টি। ছবি: এক্স।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১১:৫২ key status

প্রথম দিনের খেলা শেষ

বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শেষ করে দিলেন আম্পায়ারেরা। ১৩.২ ওভারের বেশি খেলা সম্ভব হল না।

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬ key status

বৃষ্টির জন্য বন্ধ খেলা

১৩.২ ওভার হওয়ার পরেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। মধ্যাহ্নভোজের পরেও খেলা শুরু করা সম্ভব হয়নি। দ্বিতীয় সেশনে একটি বলও খেলা হল না। চা বিরতির সময়ও পেরিয়ে গিয়েছে। এখনও বৃষ্টি চলছে ব্রিসবেনে। ফলে তৃতীয় সেশনে এখনও পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি। খোয়াজা (১৯) এবং ম্যাকসুইনি (৪) ওপেন করতে নেমেছিলেন। ভারতের তিন পেসার বল করলেও কেউ উইকেট নিতে পারেননি।

Advertisement
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৮:২৬ key status

ব্রিসবেনে বৃষ্টি

মুষলধারে বৃষ্টি পড়ছে ব্রিসবেনে। যে কারণে মধ্যাহ্নভোজ শেষ হলেও খেলা শুরু করা যায়নি। সারা দিনে কেমন থাকবে ব্রিসবেনের আবহাওয়া?

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৭:০৭ key status

১০ ওভার শেষে

বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকার পর আবার তা শুরু হয়েছে। ১০ ওভার খেলা হয়ে গেলেও এখনও উইকেট আসেনি। অস্ট্রেলিয়া ২৬ রান তুলে নিয়েছে। সিরাজের জায়গায় আকাশ দীপকে বল করতে আনা হয়েছে। বুমরার সঙ্গে তিনি বল করছেন। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছেন উসমান খোয়াজা এবং নাথান ম্যাকসুইনি।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৩ key status

ভারতীয় বোলারদের লেংথে গণ্ডগোল

এখনও পর্যন্ত যে লেংথে বুমরা এবং সিরাজ বল করছেন তা ঠিক নয় বলেই মত ধারাভাষ্যকারদের। তাঁরা মনে করছেন ভারতীয় পেসারদের আরও উপরের দিকে বল করা উচিত। স্টাম্প মাইকে বিরাটকেও সে কথাই বলতে শোনা যায়। বৃষ্টির পর খেলা শুরু হলে বুমরাদের লেংথে বদল হয় কি না সে দিকে নজর থাকবে।

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৬:২০ key status

ব্রিসবেনে বৃষ্টি

ম্যাচের শুরুতেই বৃষ্টি। ব্রিসবেনে আপাতত বন্ধ খেলা। যদিও খুব জোরে বৃষ্টি পড়ছে না। ক্রিকেটারেরা মাঠেই রয়েছেন। কিন্তু পিচ ঢেকে দেওয়া হয়েছে।

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৬:১০ key status

ভারতের প্রথম একাদশ

আকাশ এবং জাডেজাকে প্রথম একাদশে ফিরিয়েছেন রোহিত। বসতে হল কাদের?

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৫:২৪ key status

টস জিতল ভারত

তৃতীয় টেস্টে টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন রোহিত। মেঘলা আকাশ ব্রিসবেনে। সেটার সুবিধা নিতেই বল করতে চাইলেন ভারত অধিনায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement