রোহিত শর্মা। ছবি: রয়টার্স।
রোহিতের শতরান। অর্ধশতরান করলেন বিরাট। ২৭৩ রানের লক্ষ্য ৩৫ ওভারে পার করল ভারত।
এখনও ১০২ বল বাকি রয়েছে ম্যাচের। কিন্তু জয়ের জন্য ভারতের চাই আর ১৮ রান।
দ্রুত রান তুলছে ভারত। রোহিত শতরানের কাছে পৌঁছে গিয়েছেন। রশিদ খানকে ১৭তম ওভারে বল করাতে নিয়ে এল আফগানিস্তান।
৯৪ রান তুলে ফেলল ভারত। রোহিত একাই করলেন ৭৬ রান। ঈশান ব্যাট করছেন ১১ রানে।
৩০ বল খেলে অর্ধশতরান করলেন রোহিত। এর মধ্যেই সাতটি চার এবং তিনটি ছক্কা মেরে দিয়েছেন তিনি।
৩৭ রান তুলে ফেলল ভারত। রোহিত এবং ঈশান ব্যাট করছেন। এখনও পর্যন্ত কোনও উইকেট ফেলতে পারেননি আফগান বোলারেরা।
আফগানিস্তানের ব্যাটারেরা ২৭২ রান তুলল ভারতের বিরুদ্ধে। রশিদদের বিরুদ্ধে ব্যর্থ সিরাজ। একাই দিলেন ৭৬ রান (৯ ওভারে)। তিন উইকেট নিলেন বুমরা। ২ উইকেট নিলেন হার্দিক।
বুমরার বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন রশিদ। ১২ বলে ১৬ রান করে আউট তিনি। ক্যাচ ধরতে গিয়ে প্রথম বল হাত থেকে বার হয়ে যাচ্ছিল কুলদীপের। শেষ পর্যন্ত দ্বিতীয় সুযোগে ক্যাচ ধরেন তিনি।
কুলদীপকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট খোয়ালেন হাসমত।
২২৪ রান তুলে ফেলল আফগানিস্তান। চার উইকেট হারিয়েও ভারতীয় বোলারদের বিরুদ্ধে লড়াই করছে তারা।
হার্দিকের বলে বোল্ড আজমত। ৬২ রান করে আউট হলেন তিনি।
উইকেট নিতে ব্যর্থ ভারতীয় বোলারেরা। ১৪তম ওভারের পর এখনও কোনও উইকেট পড়েনি। আফগানিস্তানের দুই ব্যাটার হসমতুল্লা শাহিদি এবং আজমতুল্লা ওমারজাই ৮৪ রানের জুটি গড়ে ফেলেছেন। দুই স্পিনার কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজা মিলে ১১ ওভার বল করে ৫৪ রান দিলেন।
৭০ রান তুলেছে আফগানিস্তান। ইতিমধ্যেই তিন উইকেট হারিয়েছে তারা। একটি করে উইকেট নিয়েছেন বুমরা, হার্দিক এবং শার্দূল। চার ওভার করে বল করা হয়ে গিয়েছে বুমরা, সিরাজ, হার্দিকের। শার্দূল করেছেন তিন ওভার। এখনও স্পিনারেরা বল করেননি।
শার্দূলের বলে আউট রহমত শাহ। এলবিডব্লিউ হলেন তিনি। পর পর উইকেট হারাল আফগানিস্তান। ৬৩ রানে ৩ উইকেট হারাল তারা।