ICC ODI World Cup 2023

আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের, কী ভাবে জিতল তারা?

বুধবার ভারত মুখোমুখি আফগানিস্তানের। প্রথমে ব্যাট করবে আফগানিস্তান। রোহিতদের বল করতে পাঠালেন আফগান অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৩:৩৪
Share:

রোহিত শর্মা। ছবি: রয়টার্স।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ২১:০৮ key status

সহজ জয় ভারতের

রোহিতের শতরান। অর্ধশতরান করলেন বিরাট। ২৭৩ রানের লক্ষ্য ৩৫ ওভারে পার করল ভারত।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ২০:৫২

জিততে বাকি ১৮

এখনও ১০২ বল বাকি রয়েছে ম্যাচের। কিন্তু জয়ের জন্য ভারতের চাই আর ১৮ রান।

Advertisement
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ২০:৫১ key status

আউট রোহিত

১৩১ রান করে আউট হলেন রোহিত। উইকেট নিলেন সেই রশিদই।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৯:৫২ key status

আউট ঈশান

রশিদের বলে আউট হলেন ঈশান। ৪৭ রান করে আউট হলেন তিনি।

Advertising
Advertising
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৯:৫১ key status

রোহিতের শতরান

শতরান করলেন রোহিত। ৬৩ বলে শতরান করলেন তিনি।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৯:৪৩

১৭ ওভারে ১৪০ রান

দ্রুত রান তুলছে ভারত। রোহিত শতরানের কাছে পৌঁছে গিয়েছেন। রশিদ খানকে ১৭তম ওভারে বল করাতে নিয়ে এল আফগানিস্তান।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৯:২১

১০ ওভার শেষে

৯৪ রান তুলে ফেলল ভারত। রোহিত একাই করলেন ৭৬ রান। ঈশান ব্যাট করছেন ১১ রানে।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৯:০৭ key status

৫০ রান রোহিতের

৩০ বল খেলে অর্ধশতরান করলেন রোহিত। এর মধ্যেই সাতটি চার এবং তিনটি ছক্কা মেরে দিয়েছেন তিনি।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৮:৫২

৫ ওভারে ৩৭ রান

৩৭ রান তুলে ফেলল ভারত। রোহিত এবং ঈশান ব্যাট করছেন। এখনও পর্যন্ত কোনও উইকেট ফেলতে পারেননি আফগান বোলারেরা।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৮:০১ key status

ভারতের লক্ষ্য ২৭৩ রান

আফগানিস্তানের ব্যাটারেরা ২৭২ রান তুলল ভারতের বিরুদ্ধে। রশিদদের বিরুদ্ধে ব্যর্থ সিরাজ। একাই দিলেন ৭৬ রান (৯ ওভারে)। তিন উইকেট নিলেন বুমরা। ২ উইকেট নিলেন হার্দিক।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৭:৫৩ key status

আউট রশিদ

বুমরার বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন রশিদ। ১২ বলে ১৬ রান করে আউট তিনি। ক্যাচ ধরতে গিয়ে প্রথম বল হাত থেকে বার হয়ে যাচ্ছিল কুলদীপের। শেষ পর্যন্ত দ্বিতীয় সুযোগে ক্যাচ ধরেন তিনি।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৭:৩৬ key status

আবার বুমরা

একই ওভারে দ্বিতীয় আফগান ব্যাটারকে ফেরালেন বুমরা।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৭:৩২ key status

বুমরার উইকেট

যশপ্রীত বুমরার বলে কোহলির হাতে ক্যাচ দিলেন নাজিব।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৭:২৪ key status

শতরান হাতছাড়া হাসমতের

কুলদীপকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট খোয়ালেন হাসমত।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৭:২১

৪২ ওভার শেষে

২২৪ রান তুলে ফেলল আফগানিস্তান। চার উইকেট হারিয়েও ভারতীয় বোলারদের বিরুদ্ধে লড়াই করছে তারা। 

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৬:৪৬ key status

দ্বিতীয় উইকেট হার্দিকের

হার্দিকের বলে বোল্ড আজমত। ৬২ রান করে আউট হলেন তিনি। 

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৬:২৩

৩০ ওভার শেষে

উইকেট নিতে ব্যর্থ ভারতীয় বোলারেরা। ১৪তম ওভারের পর এখনও কোনও উইকেট পড়েনি। আফগানিস্তানের দুই ব্যাটার হসমতুল্লা শাহিদি এবং আজমতুল্লা ওমারজাই ৮৪ রানের জুটি গড়ে ফেলেছেন। দুই স্পিনার কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজা মিলে ১১ ওভার বল করে ৫৪ রান দিলেন।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৫:২৫

১৫ ওভার শেষে

৭০ রান তুলেছে আফগানিস্তান। ইতিমধ্যেই তিন উইকেট হারিয়েছে তারা। একটি করে উইকেট নিয়েছেন বুমরা, হার্দিক এবং শার্দূল। চার ওভার করে বল করা হয়ে গিয়েছে বুমরা, সিরাজ, হার্দিকের। শার্দূল করেছেন তিন ওভার। এখনও স্পিনারেরা বল করেননি।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৫:১৭ key status

উইকেট পেলেন শার্দূল

শার্দূলের বলে আউট রহমত শাহ। এলবিডব্লিউ হলেন তিনি। পর পর উইকেট হারাল আফগানিস্তান। ৬৩ রানে ৩ উইকেট হারাল তারা।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৫:১০ key status

উইকেট পেলেন হার্দিক

আউট গুরবাজ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই ব্যাটার আউট হলেন হার্দিকের বল। তাঁর ক্যাচ নিলেন আইপিএলে কেকেআরের হয়ে খেলা শার্দূল। বাউন্ডারিতে ক্যাচ নিয়ে বাইরে চলে গিয়েছিলেন শার্দূল। সেই বল আকাশে তুলে দেন তিনি। ফিরে এসে ক্যাচ ধরেন শার্দূল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement