উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। —ফাইল চিত্র।
হাসান মাহমুদকেও আউট করলেন অশ্বিন। ২৬ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারাল বাংলাদেশ। অশ্বিনের বলে আউট জ়াকির হাসান।
৯ উইকেটে ২৮৫ রানে ডিক্লেয়ার করে দিল ভারত। ৫২ রানে এগিয়ে রোহিতেরা।
মেহেদির বল এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হলেন রাহুল (৬৮)। বাউন্স বুঝতে পারলেন না তিনি।
শাকিবের বল উইকেট ছেড়ে খেলতে গিয়ে ফিরলেন অশ্বিন। বল ভেঙে দিল স্টাম্প।
মেহেদির বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জাডেজা (৮)।
শাকিবের বলের লাইন পুরোপুরি মিস্ করে গেলেন কোহলি। বল এসে ভেঙে দিল মিডল স্টাম্প। ৪৭ রানে ফিরলেন বিরাট।
আগ্রাসী ব্যাটিং করেই অর্ধশতরান করে ফেললেন কেএল রাহুল। ৩৩ বলে পঞ্চাল পেরোলেন তিনি।
২৮ ওভারেই বাংলাদেশের রান টপকে গেল ভারত। লিড নিলেন কোহলিরা।
দ্রুততম ২০০ রানও করল ভারত। ২৪.৩ ওভারে এই কীর্তি করলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
মাত্র ৯ রান করে আউট হয়ে গেলেন পন্থ। শাকিবের বলে বড় শট মারার চেষ্টা করেন তিনি। বাউন্ডারি পার করতে পারেননি পন্থ। ১৫৯ রানে চতুর্থ উইকেট পড়ল ভারতের।
চা বিরতির পরে তৃতীয় উইকেট হারাল ভারত। শাকিব আল হাসানের বলে ৩৯ রানে ফিরলেন তিনি।
শতরান হাতছাড়া হল যশস্বী জয়সওয়ালের। চা বিরতির ঠিক আগে আউট হয়ে গেলেন তিনি। হাসান মাহমুদের বলে বোল্ড হলেন ভারতীয় ওপেনার। ৫১ বলে ৭২ রান করেন তিনি। ১২৭ বলে দ্বিতীয় উইকেট পড়ল ভারতের।
রোহিত আউট হলেও ভারতের রান তোলার গতি কমেনি। ১০.১ ওভারে ১০০ রান পার করে ফেলেছে ভারত। যশস্বী অর্ধশতরান করে খেলছেন। এ বার হাত খোলা শুরু করেছেন শুভমন গিলও।
আরও একটি অর্ধশতরান করলেন যশস্বী। ৩১ বলে ৫০ রান করলেন তিনি।
আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন রোহিত। মেহেদি হাসান মিরাজের একটি বল তাঁর প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে লেগেছে। আম্পায়ারের এই সিদ্ধান্ত দেখে রেগে যান রোহিত। সেটাই কাল হল। পরের বলেই বোল্ড হন তিনি। ১১ বলে ২৩ রান করেছেন তিনি। একটি চার ও তিনটি ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক। ৫৫ রানে প্রথম উইকেট পড়েছে ভারতের।
ভারতের দুই ওপেনার আগ্রাসী শুরু করেছেন। টি২০-র মেজাজে ব্যাট করছেন তাঁরা। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালকে দেখে বোঝা যাচ্ছে, এই ম্যাচ জিততে চাইছেন তাঁরা। ৩ ওভারে ৫০ পার ভারতের।
বাংলাদেশের প্রথম ইনিংস শেষ ২৩৩ রানে। ১০৭ রান করে অপরাজিত থেকে গেলেন মোমিনুল হক। কিন্তু কেউ তাঁকে সঙ্গ দিতে পারলেন না। ভারতের হয়ে যশপ্রীত বুমরা ৩টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন আকাশ দীপ, মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন। ১টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা।