সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র
অর্ধশতরান করলেন শাই হোপ। অধিনায়কের ইনিংস খেলছেন তিনি। দলকে ধীরে ধীরে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন।
দ্বিতীয় ম্যাচেও রান পেলেন না হেটমেয়ার। ৯ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে ফিরলেন তিনি।
নিজের তৃতীয় উইকেট নিলেন শার্দূল। তাঁর বাউন্সার সামলাতে না পেরে ঈশান কিশনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন আলিক আথানেজ।
নিজের প্রথম ওভারেই ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ওপেনারকে আউট করলেন শার্দূল। ব্রেন্ডন কিংকে ১৫ রানের মাথায় ফেরালেন তিনি।
ভাল খেলছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ওপেনার। ৩৬ রান করে শার্দূল ঠাকুরের বলে আউট হলেন তিনি।
ক্রিজে রয়েছেন দুই ওপেনার। কাইল মেয়ার্স ২৬ ও ব্রেন্ডন কিং ৩ রান করে খেলছেন।
৬ রান করে মোতির বলে আউট মুকেশ কুমার। ১৮১ রানে অল আউট ভারত। দ্বিতীয় এক দিনের ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরাতে ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে লক্ষ্য ১৮২ রান।
বৃষ্টির পরে খেলা শুরু হতেই আউট উমরান মালিক। শূন্য রানে আলজারি জোসেফের বলে বড় শট মারতে গিয়ে আউট তিনি। দারুণ ক্যাচ ধরলেন কেসি কার্টি।
বার্বাডোজ়ে আবার বৃষ্টি। ফলে দ্বিতীয় বারের জন্য বন্ধ হল খেলা।
ভারতের একের পর এক উইকেট পড়ছে। এ বার ২৪ রান করে গুডাকেশ মোতির বলে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদবও। ভারতের রান এখনও ১৫০ পার হয়নি।
রবীন্দ্র জাডেজাও আউট হয়ে গেলেন। রোমারিয়োর শেফার্ডের বল জাডেজার ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। ক্যাচ ধরতে ভুল করেননি কারিয়া। ১০ রান করে আউট জাডেজা। তৃতীয় উইকেট নিলেন শেফার্ড।
বৃষ্টি বন্ধ হওয়ার পরে আবার খেলা শুরু হয়েছে। ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাডেজা।
সঞ্জুর উইকেট পড়ার পরেই বৃষ্টি শুরু বার্বাডোজ়ে। ফলে খেলা বন্ধ রয়েছে। মাঠ ঢাকা হয়েছে কভারে।
সুযোগ কাজে লাগাতে পারলেন না সঞ্জু স্যামসন। ৯ রান করে ইয়ানিক কারিয়ার বলে আউট সঞ্জু।
রান পেলেন না হার্দিক পাণ্ড্যও। ৭ রান করে জেইডন সিলসের বলে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। চতুর্থ উইকেট হারাল ভারত।
ক্রিজে রয়েছেন এই ম্যাচে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন। সঙ্গে ব্যাট করছেন এই ম্যাচে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য।
প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। ব্যাট হাতে রান পেলেন না অক্ষর পটেল। ১ রান করে রোমারিয়ো শেফার্ডের বলে আউট হয়ে গেলেন তিনি।