IPL 2024

আইপিএলের আগে গোয়েন্‌কার লখনউয়ে বিদেশি অলরাউন্ডার, মাঠের বাইরে দেখা যাবে বিশেষ ভূমিকায়

আইপিএল শুরুর আগে কোচিং স্টাফ হিসাবে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিলেন ল্যান্স ক্লুজনার। ল্যাঙ্গারের সহকারী হিসাবে কাজ করবেন তিনি। তাঁর প্রধান কাজ হবে দলে বোলারদের প্রশিক্ষণ দেওয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ১০:১৪
Share:

সঞ্জীব গোয়েন্‌কা। —ফাইল চিত্র।

আইপিএল শুরুর আগে চমক দিল লখনউ সুপার জায়ান্টস। ফ্র্যাঞ্চাইজ়িতে যোগ দিলেন ল্যান্স ক্লুজনার। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার কাজ করবেন সহকারী কোচ হিসাবে। আইপিএলের লখনউ ফ্র্যাঞ্চাইজ়ির প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। ক্লুজনার যোগ দেওয়ায় লোকেশ রাহুলের দল লাভবান হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

লখনউ ফ্র্যাঞ্চাইজ়ির মালিক কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কা। সহকারী কোচ হিসাবে ক্লুজনারের যোগ দেওয়ার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন লখনউ কর্তৃপক্ষ। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং করান ক্লুজনার। ক্রিকেটজীবনে দক্ষ অলরাউন্ডার হিসাবে পরিচিত ছিলেন তিনি। তাঁকে পেয়ে দল লাভবান হবে বলে মনে করছেন লখনউ কর্তৃপক্ষ। কারণ ক্লুজনার দলের ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও সাহায্য করতে পারবেন। লখনউয়ের বোলারদের প্রশিক্ষণ দেওয়াই হবে তাঁর প্রধান কাজ। আগে থেকেই লখনউয়ের সহকারী কোচ হিসাবে রয়েছেন এস শ্রীরাম।

আফগানিস্তানের জাতীয় দলের কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ক্লুজনারের। এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার একাধিক ঘরোয়া দল এবং বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগেও কোচের দায়িত্ব সামলেছেন তিনি।

Advertisement

১৯৯৬-৯৭ মরসুমে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্লুজনারের। প্রথম ম্যাচেই ৬৪ রানে ৮ উইকেট তুলে নিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। ১৯৯৯ সালের বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৯টি টেস্ট ১৭১টি এক দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement