Indian Cricket team

টেস্টে জায়গা পেতে মরিয়া, ক্লাব ক্রিকেট খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন ব্রাত্য ভারতীয় উইকেটরক্ষক

ঋষভ পন্থের চোট থাকাকালীন টেস্ট দলে ভারতের উইকেটকিপার হিসাবে একটানা খেলেছেন তিনি। তবে ছাপ ফেলতে না পারায় বাদ পড়েছেন। সেই কেএস ভরত আবার টেস্ট দলে ফিরতে মরিয়া। তাই ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে যাচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৭:২৯
Share:
cricket

ভারতের টেস্ট দল। — ফাইল চিত্র।

ঋষভ পন্থের চোট থাকাকালীন টেস্ট দলে ভারতের উইকেটকিপার হিসাবে একটানা খেলেছেন তিনি। তবে ছাপ ফেলতে না পারায় বাদ পড়েছেন। সেই কেএস ভরত আবার টেস্ট দলে ফিরতে মরিয়া। তাই ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে যাচ্ছেন তিনি। উদ্দেশ্য, ইংল্যান্ড সিরিজ়‌ে জাতীয় দলে ফেরা।

Advertisement

২০২৫ সারে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ডালউইচ ক্রিকেট ক্লাবের হয়ে সই করেছেন ভরত। তিনি ভারতের হয়ে সাতটি টেস্ট খেলেছেন। তার মধ্যে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও রয়েছে। সাতটি টেস্টে মাত্র ২২১ রান করেছেন। একটিও শতরান বা অর্ধশতরান নেই। তাই পন্থ ফিরে আসার পর ভাবাই হয়নি ভরতের কথা।

শেষ বার ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট খেলেছিলেন ভরত। তিনি প্রথমে নজরে আসেন ২০১৫ সালে। দেশের প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসাবে রঞ্জি ট্রফিতে ত্রিশতরান করেন। তিনি ১০৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৬৮৬ রান করেছেন। ১০টি শতরান এবং ৩২টি অর্ধশতরান রয়েছে।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ফাইনালে মোটেই ভারতকে ভরসা দিতে পারেননি ভরত। নেথান লায়ন বার বার সমস্যায় ফেলেছিলেন তাঁকে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। নিজের ব্যাটিং নিয়ে প্রচুর কাজ করেছেন। গত বছর ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে শতরান করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement