IPL 2025

ধোনির পাতা ফাঁদে পা দিয়ে আউট হয়েছিলেন, দু’বছর পর জানালেন কেকেআরের ২৪ কোটির ক্রিকেটার

নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বহু বার নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বিপক্ষ ব্যাটারকে আউট করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর পাতা ফাঁদে পা দিয়েছিলেন কেকেআরের ২৪ কোটি মূল্যের ক্রিকেটার বেঙ্কটেশ আয়ারও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৬:৪১
Share:
cricket

বেঙ্কটেশ আয়ার (বাঁ দিকে) এবং মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বহু বার নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বিপক্ষ ব্যাটারকে আউট করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। এই বিষয়ে বেশ নামডাকও রয়েছে তাঁর। ধোনির পাতা ফাঁদে পা দিয়েছিলেন কেকেআরের ২৪ কোটি মূল্যের ক্রিকেটার বেঙ্কটেশ আয়ারও। দু’বছর আগের একটি ঘটনা সম্প্রতি ফাঁস করেছেন বেঙ্কটেশ।

Advertisement

২০২৩ সালের আইপিএলে কলকাতা বনাম চেন্নাই ম্যাচের একটি ঘটনার কথা তুলে ধরেছেন বেঙ্কটেশ। জানিয়েছেন, অদ্ভুত জায়গায় ফিল্ডার দাঁড় করিয়ে কী ভাবে ধোনি তাঁকে বাধ্য করেছিলেন শট খেলতে।

এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে বেঙ্কটেশ বলেছেন, “ধোনি ডিপ স্কোয়্যার লেগ থেকে ফিল্ডার তুলে এনে শর্ট থার্ডে দাঁড় করিয়েছিল। তবে শর্ট থার্ড সাধারণত যেখানে দাঁড়ায় তার থেকে একটু পিছনে। পরের বলেই আমি সোজা ওই ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিই।”

Advertisement

কেন ওখানে ফিল্ডার দাঁড় করিয়েছিলেন তা নিয়ে ম্যাচের পর ধোনিকে প্রশ্ন করেছিলেন বেঙ্কটেশ। কী বলেছিলেন ধোনি? কেকেআরের ক্রিকেটারের উত্তর, “আমার ব্যাট থেকে মারা শটের জোর এবং কোণ বুঝে নিয়ে ওই জায়গায় ফিল্ডার দাঁড় করিয়েছিল ধোনি। ব্যাটারের মনে কী চলছে সেটা বুঝে নেওয়ার ব্যাপারে সেরা ও। আগেই জানতে আমি ওই দিকে শট খেলব। তাই ঠিক জায়গায় ফিল্ডার দাঁড় করিয়েছিল। আসল অধিনায়ক সে-ই, যে ব্যাটার কী ভাবছে সেটা বুঝে নিতে পারে।”

বেঙ্কটেশের সংযোজন, “এটাই হল ধোনির মস্তিষ্ক। আমি দুটো বল অপেক্ষা করতে পারতাম। কিন্তু না, আমি পরের বলেই শট খেলতে গিয়েছিলাম। ক্যামেরা দেখিয়েছিল যে কী ভাবে তার আগের বলেই ফিল্ডার পরিবর্তন করা হয়েছিল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement