সান্তা ক্লজের লাল জামার বদলে কলকাতা নাইট রাইডার্স বেছে নিয়েছে বেগুনি রং। ছবি: টুইটার থেকে
দুর্গা পুজো থেকে শুরু করা উদ্যোগ নতুন বছর অবধি এগিয়ে নিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। অনাথ শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা। বড়দিনে সেই সব শিশুদের কাছে পৌঁছে গেল নাইট রাইডার্সের যিশু।
৩০ হাজার জনের খাবার এবং উপহার ভাগ করে দেওয়া হয়েছে অনাথ শিশুদের মধ্যে। সেই খাবার নিয়ে হাজির হওয়া যিশু পরেছিলেন বেগুনি রঙের জামা। সান্তা ক্লজের লাল জামার বদলে কলকাতা নাইট রাইডার্স বেছে নিয়েছে বেগুনি রং।
এ বারের আইপিএল-এ নক আউট পর্বে উঠেছিল নাইট রাইডার্স। নিলামের আগে চার জন ক্রিকেটারকে রেখে দিয়েছে নাইট রাইডার্স। সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী এবং বেঙ্কটেশ আয়ারকে রেখে দিয়েছে তারা।