IPL 2025

আইপিএলে বরুণের তালিকায় পাঁচ ব্যাটার, কাদের উইকেটের দিকে নজর কেকেআর স্পিনারের

নিজের বোলিং নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষার পক্ষে নন বরুণ চক্রবর্তী। এখনও পর্যন্ত যা যা শিখেছেন, সেটাই সঠিক ভাবে করার চেষ্টা করেন মাঠে নেমে। বাড়তি কিছু করে লাভ হয় না বলে মনে করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৮:৪৬
Share:
Picture of Varun Chakaravarthy

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

পাঁচ জন ব্যাটারের তালিকা তৈরি করেছেন বরুণ চক্রবর্তী। এ বারের আইপিএলে তাঁদের আউট করতে চান কলকাতা নাইট রাইডার্সের স্পিনার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে নিজের উইকেট ‘হিট লিস্ট’ প্রকাশ করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের সদস্য।

Advertisement

যে কোনও ব্যাটারকে আউট করতে পারলেই খুশি হন বরুণ। বল হাতে কেকেআরকে আবার সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য। তবু এ বারের আইপিএলের তাঁর বিশেষ নজর রয়েছে পাঁচ জন ব্যাটারের দিকে। তৈরি করেছেন ‘হিট লিস্ট’। যে তালিকার দু’জনে সোমবারই বল করার সুযোগ পেতে পারেন বরুণ।

মুম্বই ম্যাচের আগে এক সাক্ষাৎকারে বরুণ বলেছেন, ‘‘ভাল ফর্মে থাকা যে কোনও ব্যাটারকে আউট করতে পারলে ভাল লাগে। তবু এ বার আমার লক্ষ্য বিশেষ পাঁচ জনের উইকেট নেওয়া। বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, নিকোলাস পুরান এবং হেনরিখ ক্লাসেনের উইকেট নিতে চাই। এরা সকলে বড় মাপের ক্রিকেটার। ওদের উইকেট নিতে পারলে খুব খুশি হব।’’

Advertisement

কেকেআর স্পিনার আত্মবিশ্বাসী হলেও আরও উন্নতি করতে চান। বরুণ বলেছেন, ‘‘এখনও পর্যন্ত যা যা শিখেছি, তার ভিত্তিতেই বল করি। বাড়তি কিছু চেষ্টা করি না খুব একটা। দুর্দান্ত কোনও বল করার বা মুহূর্ত তৈরির করার লক্ষ্য নিয়ে মাঠে নামি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ ভাবে বল করা। যেটা করতে পারি, সেটাই ভাল করে করার চেষ্টা করি। ঠিক মতো করতে পারলে তাতেই সবচেয়ে ভাল ফল পাওয়া যায়।’’

বরুণ মেনে নিয়েছেন সুনীল নারাইনের সঙ্গে আইপিএলে এক দলে খেলার সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন। স্পিনার হিসাবে অনেক কিছু শিখেছেন নারিনের কাছে। বরুণ বলেছেন, ‘‘এই নিয়ে ছ’বছর নারাইনের সঙ্গে খেলছি। আগের পাঁচ বছরে অনেক কিছু শিখেছি ওর থেকে। এখন আর আমাদের খুব বেশি কথা বলতে হয় না মাঠে। আগের মতো আমাকে এখন আর সব কিছু বলে দিতে হয় না নারাইনকে। যদিও এখনও শিখছি। নারাইন বল করলে ভাল করে দেখি। কোনও কিছু নিয়ে সংশয় বা সমস্যা হলে ওকে জিজ্ঞেস করি। বুঝতে সমস্যা হলেও কথা বলি। জুটি হিসাবে আমরা মাঠে প্রভাব রাখার চেষ্টা করি। আমরা কিছু সাফল্যও পেয়েছি। প্রথম থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার নারাইন। এই বয়সেও সেরা খেলোয়াড় হওয়ার দাবিদার নারাইন।’’

এখনও পর্যন্ত এ বারের আইপিএলে দু’টি ম্যাচ খেলে ৩টি উইকেট পেয়েছেন বরুণ। এখনও তাঁকে সেরা ফর্মে দেখা যায়নি। এ বারও তিনি কেকেআরের বোলিং আক্রমণের অন্যতম ভরসা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement