IPL 2025

চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবলে বড় লাফ কেকেআরের, কোথায় উঠে এলেন রাহানেরা?

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৯ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়ে লাভবান হল কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানেদের নেট রান রেট -০.০৫৬ থেকে বেড়ে হল ০.৮০৩।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২২:৫২
Share:
picture of KKR

জয়ের উচ্ছ্বাস কলকাতাক ক্রিকেটারদের। ছবি: বিসিসিআই।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৯ বল বাকি থাকতে জয় তুলে নিয়ে আইপিএলের পয়েন্ট টেবলে বড় লাফ দিল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবারের ম্যাচের আগে কেকেআর ছিল ষষ্ঠ স্থানে। চেন্নাইকে ৮ উইকেটে হারিয়ে অজিঙ্ক রাহানেরা উঠে এলেন তৃতীয় স্থানে।

Advertisement

আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। শুভমন গিলের দল পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে। পয়েন্ট ৮। তাঁদের নেট রান রেট ১.৪১৩। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর পটেলের দলের চার ম্যাচে চার জয়। পয়েন্ট ৮। দিল্লির নেট রান রেট ১.২৭৮। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল কলকাতা। ছ’টি ম্যাচ খেলে তৃতীয় জয় পেলেন রাহানেরা। পয়েন্ট ৬। কেকেআরের নেট রান রেট ০.৮০৩।

পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচ ম্যাচে তিনটি হয় আরসিবির। পয়েন্ট ৬। নেট রান রেট ০.৫৩৯। পঞ্চম স্থানে রয়েছে পঞ্জাব কিংস। শ্রেয়স আয়ারের দল চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে। পয়েন্ট ৬। নেট রান রেট ০.২৮৯। শুক্রবারের ম্যাচের পর ষষ্ঠ স্থানে থাকল লখনউ সুপার জায়ান্টস। ঋষভ পন্থেরা পাঁচটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছেন। পয়েন্ট ৬। লখনউয়ের নেট রান রেট ০.০৭৮। সপ্তম স্থানে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের দল পাঁচটি ম্যাচ খেলে দু’টি জিতেছে। পয়েন্ট ৪। রাজস্থানের নেট রান রেট -০.৭৩৩।

Advertisement

পয়েন্ট তালিকায় শেষ তিনটি জায়গায় রয়েছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। অষ্টম স্থানে থাকা মুম্বই পাঁচটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। পয়েন্ট ২। নেট রান রেট -০.০১০। নবম স্থানে থাকা চেন্নাই ছ’টি ম্যাচ খেলে একটি জিতেছে। ধোনিদের পয়েন্ট ২। নেট রান রেট -১.৫৫৪। দশম স্থানে থাকা হায়দরাবাদ পাঁচটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। প্যাট কামিন্সের দলের পয়েন্ট ২। তাঁদের নেট রান রেট -১.৬২৯।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement