Virat Kohli

১১০ কোটি টাকার চুক্তিতে আর সায় নেই কোহলির, এক বাঙালির সংস্থায় বিনিয়োগ করবেন বিরাট?

গত আট বছর একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন বিরাট কোহলি। সেই সংস্থার সঙ্গে আর চুক্তি করতে চান না কোহলি। তিনি বেছে নিচ্ছেন একটি নতুন ভারতীয় সংস্থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৭:২২
Share:
picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

বিরাট কোহলির আট বছরের চুক্তি শেষ হয়ে গেল। একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে ১১০ কোটি টাকার চুক্তি ছিল কোহলির। সেই সংস্থা কোহলির সঙ্গে আর চুক্তি বৃদ্ধি করছে না। একটি নতুন সংস্থার সঙ্গে তাঁর চুক্তি হওয়া প্রায় চূড়ান্ত।

Advertisement

গত আট বছর ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘পুমা’র বাণিজ্যিক দূত ছিলেন কোহলি। ভারতের বাজারে তিনিই ছিলেন সংস্থার প্রধান মুখ। সেই সম্পর্ক ছিন্ন হচ্ছে। সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘‘পুমা ইন্ডিয়ার সঙ্গে বিরাট কোহলির দীর্ঘ চুক্তি শেষ। কোহলির সঙ্গে দারুণ কয়েকটা বছর কেটেছে আমাদের। কোহলিকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। সংস্থা আগামী প্রজন্মের ভারতীয় ক্রীড়াবিদদের বেছে নেবে বিনিয়োগের জন্য। ভারতের ক্রীড়া সংস্কৃতির সঙ্গেও যুক্ত থাকবে।’’

সূত্রের খবর, কোহলি নিজেই আর চুক্তি বৃদ্ধি করতে চাননি। তিনি যুক্ত হতে চলেছেন ভারতীয় সংস্থা অ্যালিগেটরের সঙ্গে। পুমার প্রাক্তন পদস্থ কর্মী অভিষেক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে দু’বছর আগে পথ চলা শুরু করে অ্যালিগেটর। বেঙ্গালুরুর এই সংস্থার সঙ্গে নতুন চুক্তি করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, অভিষেকের সংস্থায় বিনিয়োগ করবেন কোহলি। তার বিনিময়ে সংস্থাটি কোহলির নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ান এইট’এর ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করবে এবং তাদের পণ্য দেশ জুড়ে বিপণনের দায়িত্ব নেবে। কোহলির এই পদক্ষেপকে ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতীক হিসাবে দেখা হচ্ছে। খেলাধুলোর পোশাক এবং সরঞ্জাম তৈরির তেমন কোনও দেশীয় সংস্থা এখনও পর্যন্ত গড়ে ওঠেনি, যারা বিশ্ববাজারে লড়াই করতে পারে। বাণিজ্যমহলের একাংশ মনে করছে, কোহলির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই শূন্যস্থান পূরণ করতে পারে অ্যালিগেটর।

Advertisement

আইপিএলের মধ্যেই কোহলি নতুন চুক্তির কথা ঘোষণা করতে পারেন। অভিষেকের সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে ইটালির একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থারও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement