ICC Ranking

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রুট, দু’ধাপ নেমে তিনে লাবুশেন, কত পিছলেন কোহলি?

অ্যাশেজ সিরিজ়ের প্রথম টেস্টে অপরাজিত শতরানের ইনিংস টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষে নিয়ে এসেছে রুটকে। পর পর দু’ম্যাচে ব্যর্থতায় জায়গা হারিয়েছেন লাবুশেন। প্রথম ১০-এ এক ভারতীয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ১৬:৪৬
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেটারদের নতুন ক্রমতালিকা প্রকাশ করল আইসিসি। ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান হারালেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। অ্যাশেজ সিরিজ়ের প্রথম টেস্ট ইংল্যান্ড হারলেও ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন জো রুট। রোহিত শর্মা নিজের জায়গা ধরে রাখলেও এক ধাপ নেমে গিয়েছেন বিরাট কোহলি।

Advertisement

ভারতের বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর অ্যাশেজ সিরিজ়ের প্রথম টেস্টেও বড় রান পাননি লাবুশেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে ১৩ রান করেছেন তিনি। পর পর দু’টি ম্যাচের ব্যর্থতা তাঁকে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় তিন নম্বরে নামিয়ে দিয়েছে। পাশাপাশি বার্মিংহামেই প্রথম ইনিংসে রুট অপরাজিত ছিলেন ১১৮ রানে। দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৬ রান। এই সাফল্য তাঁকে শীর্ষে নিয়ে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউ জ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। এক ধাপ নেমে চার নম্বরে ট্র্যাভিস হেড। তালিকায় পঞ্চম স্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়ম। চার ধাপ নেমে ষষ্ঠ স্থানে স্টিভ স্মিথ। অ্যাশেজ সিরিজ়ের প্রথম টেস্টের দু’ইনিংসে অনবদ্য ব্যাটিং করা উসমান খোয়াজা দু’ধাপ উঠে রয়েছেন সপ্তম স্থানে।

ব্যাটারদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে একমাত্র ভারতীয় ঋষভ পন্থ। তিনি রয়েছেন দশম স্থানে। তাঁর পর ১২ নম্বরে রয়েছেন রোহিত। এক ধাপ নেমে ১৪ নম্বরে কোহলি। ২৫ নম্বরেই রয়েছেন চেতেশ্বর পুজারা। এক ধাপ করে উঠে অজিঙ্ক রাহানে এবং শ্রেয়স আয়ার রয়েছেন যথাক্রমে ৩৬ এবং ৩৭ নম্বর স্থানে।

Advertisement

টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তৃতীয় স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। এক ধাপ নেমে চতুর্থ স্থানে রয়েছেন প্যাট কামিন্স। এক ধাপ উঠে প্রথম পাঁচে এসেছেন ইংল্যান্ডের অলি রবিনসন। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন আরও দুই ভারতীয়। যশপ্রীত বুমরা অষ্টম এবং রবীন্দ্র জাডেজা নবম স্থানে রয়েছেন।

টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে শাকিব আল হাসান, অক্ষর পটেল এবং বেন স্টোকস। এক ধাপ উঠে রুট রয়েছেন অষ্টম স্থানে। মিচেল স্টার্ক এক ধাপ নেমে নবম স্থানে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement