Imran-Miandad

‘ইমরানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছিলাম আমিই, ও অকৃতজ্ঞ’, ক্ষুব্ধ মিয়াঁদাদ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর ক্ষুব্ধ তাঁর এক সময়ের সতীর্থ জাভেদ মিয়াঁদাদ। ইমরানকে তিনিই প্রধানমন্ত্রী বানিয়েছিলেন বলে দাবি করেছেন মিয়াঁদাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৩ ১৪:৪৮
Share:

(বাঁ দিকে) ইমরান খান। জাভেদ মিয়াঁদাদ (ডান দিকে)। —ফাইল চিত্র

ইমরান খানকে নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে তাঁকে এক বার ধন্যবাদ পর্যন্ত দেননি ইমরান। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা ইমরানের সতীর্থ মিয়াঁদাদ। সেই কারণে ইমরানের উপর ক্ষুব্ধ তিনি।

Advertisement

ইমরানের ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মিয়াঁদাদ। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেন, ‘‘ইমরানকে আমিই প্রধানমন্ত্রী বানিয়েছিলাম। এক দিন সেই ব্যাপারে মুখ খুলিনি। কিন্তু এ বার বলছি। প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাকে এক বার ধন্যবাদও দেয়নি ইমরান। আমি ওর শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে ইমরান আমার সঙ্গে কথা বলেনি।’’

ইমরানের ব্যবহারে দুঃখ পেয়েছিলেন মিয়াঁদাদ। তাই আর সম্পর্ক রাখেননি তিনি। মিয়াঁদাদ বলেন, ‘‘আমার খারাপ লেগেছিল। রাগও হয়েছিল। আমি তো ওর কাছে যায়নি। ও রাত দু’টোয় আমার বাড়িতে কী অনুরোধ নিয়ে এসেছিল সেটা হয়তো ওর মনে নেই। আমিও আর সম্পর্ক রাখিনি।’’

Advertisement

২০১৮ সালের অগস্ট মাসে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ইমরান। তিন বছর দায়িত্ব পালনের পরেই তাঁর বিরুদ্ধে অসন্তোষ শুরু হয় পাকিস্তানে। অবশেষে ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ যায় তাঁর। মিয়াঁদাদ তাঁর সঙ্গে থাকলে সেটা হত না বলে জানিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার। তিনি বলেন, ‘‘আমি যদি ইমরানের সঙ্গে থাকতাম তা হলে ওর এই অবস্থা হত না। ও নিজেই নিজের খারাপ সময় ডেকে এনেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement