যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
গত বছর সেপ্টেম্বর মাসের পর থেকে মাঠে দেখা যায়নি তাঁকে। ৩২৭ দিন পরে চোট সারিয়ে মাঠে ফিরেই ম্যাচের সেরা হয়েছেন যশপ্রীত বুমরা। ভারতের অধিনায়কও তিনি। ম্যাচের সেরা হওয়ার পরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে ধন্যবাদ জানালেন বুমরা।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। প্রথম ওভারে জোড়া উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ব্যাটিংকে বড় ধাক্কা দিয়েছেন ভারত অধিনায়ক। সেখান থেকে আর ফিরতে পারেনি আয়ারল্যান্ড। ম্যাচের সেরা হওয়ার পরে বুমরা বলেন, ‘‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনেক বল করেছি। তার ফল পেয়েছি। ওখানকার সাপোর্ট স্টাফদের ধন্যবাদ। ওরা আমাকে তৈরি করেছে। কখনও মনে হয়নি এত দিন দলের বাইরে আছি। এই সাফল্যের কৃতিত্ব অনেকটাই ওদের।’’
ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় আবহওয়া মেঘলা ছিল। ফলে শুরুতে পেসারেরা সাহায্য পেয়েছেন। সেটাই তিনি কাজে লাগিয়েছেন বলে জানান বুমরা। তিনি বলেন, ‘‘আবহাওয়া সাহায্য করছিল। সুইং পাচ্ছিলাম। সেটা কাজে লাগিয়েছি। উইকেট পেয়েছি। তার জন্য ভাগ্যকেও ধন্যবাদ। টসে জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’’
দল জিতলেও এখনও কিছু জায়গায় উন্নতি করতে হবে বলে মনে করেন বুমরা। তিনি চান, এই সিরিজ়েই খামতি পুষিয়ে নিতে। ভারত অধিনায়ক বলেন, ‘‘ম্যাচ জিতলেও উন্নতির জায়গা থেকেই যায়। পরের ম্যাচে চেষ্টা করব আরও ভাল খেলার। বিদেশেও যে আমরা এত সমর্থন পাচ্ছি তার জন্য সবাইকে ধন্যবাদ।’’