জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।
সোমবার কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগের দিনই সুখবর পেল তারা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) বোলিং শুরু করেছেন জসপ্রীত বুমরাহ। ফলে আইপিএলে দ্রুত তাঁকে পাওয়ার সম্ভাবনা আরও জোরদার হল। তবে কেকেআর ম্যাচে খেলার সম্ভাবনা নেই।
এ বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোট পেয়েছিলেন বুমরাহ। সিডনি টেস্টের চতুর্থ দিন পিঠে চোট পান। পঞ্চম দিন বল করতে পারেননি। সেই থেকে তিনি মাঠের বাইরেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। আইপিএলেও বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না বলে জানা গিয়েছে।
রবিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে কালো টিশার্ট এবং নীল রংয়ের প্যান্ট পরে বুমরাকে বল করতে দেখা যাচ্ছে। এনসিএ-তে তিনি বোলিং শুরু করেছেন বলে জানা গিয়েছে। ছাড়পত্র পেলেই তিনি আইপিএলের দলে যোগ দেবেন। মুম্বই আরও শক্তিশালী হবে। ঠিক কবে বুমরাহ ফিরবেন তা অবশ্য জানা যায়নি।
আইপিএলের শুরুটা খারাপ হয়েছে মুম্বইয়ের। প্রথম দু’টি ম্যাচেই হেরে গিয়েছে তারা। সোমবার কেকেআরের বিরুদ্ধে প্রথম জয় তুলে নিতে মরিয়া হার্দিক পাণ্ড্যের দল। বুমরাহের বিকল্প বোলার এখনও খুঁজে পাওয়া যায়নি। মুম্বইয়ের বোলারেরা সে ভাবে ছাপ ফেলতে পারছেন না।
গুজরাত ম্যাচ হারের পর গোটা দলের ঘাড়েই দোষ চাপিয়েছিলেন হার্দিক। বলেছিলেন, “ব্যাটিং এবং বোলিং কোনও বিভাগেই ভাল খেলতে পারিনি। মাঠে মোটেই পেশাদারদের মতো আচরণ করিনি। খুব সাধারণ ভুল করেছি, যার ফলে ২০-২৫ করেছে বিপক্ষ।”