বাবর আজ়ম। ছবি: পিটিআই।
বিশ্বকাপ থেকে কার্যত বিদায় হয়ে গেল পাকিস্তানের। শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে ১ উইকেটে হারের পর পাকিস্তানকে সেমিফাইনালে ওঠার জন্য শুধু বাকি সব ম্যাচে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেও।কারণ সব ম্যাচ জিতলেও পাকিস্তানের যে পয়েন্ট হবে, তা টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু দলের।
এই মুহূর্তে পাকিস্তান রয়েছে পয়েন্ট তালিকার ৬ নম্বরে। ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট রয়েছে তাদের। রান রেট -০.৩৮৭। শ্রীলঙ্কা এক ম্যাচ কম খেলে সমসংখ্যক পয়েন্টে রয়েছে। পাকিস্তান যদি বাকি ৩টি ম্যাচ যেতে তাহলে তাদের পয়েন্ট হবে ১০। উল্লেখ্য, ভারত এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ১০ পয়েন্ট নিয়ে প্রথম দু’টি স্থানে বসে রয়েছে। সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে দুই দলই। তাদের টপকানোর সম্ভাবনা পাকিস্তানের কাছে নেই। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। সমসংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। বাবরদের লড়াই এই চতুর্থ স্থানে থাকার। পাকিস্তান যদি তাদের শেষ তিন ম্যাচের সবক’টি জিততে পারে, তাহলেও নকআউট পর্বে যাওয়া কঠিন হবে। এই পরিস্থিতিতে পাকিস্তান চাইবে অস্ট্রেলিয়া তাদের বাকি চারটি ম্যাচের মধ্যে অন্তত দু’টি হারুক। এমন হলে নেট রান রেটের বিচারে দুই দলের ভাগ্য নির্ধারণ করা হবে। অস্ট্রেলিয়া যদি তাদের শেষ চার ম্যাচের তিনটিতে হেরে যায়, তবে পাকিস্তান চতুর্থ স্থান বা এমনকি তৃতীয় স্থান দখল করবে।
পাকিস্তান, শ্রীলঙ্কার মতোই ৪ পয়েন্ট রয়েছে আফগানিস্তানের। তারাও সেমিফাইনালে ওঠার দাবিদার। অন্তত অঙ্কের বিচারে তো বটেই। পাকিস্তানের ম্যাচ বাকি নিউ জ়িল্যান্ড, বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিপক্ষে। পরের দু’টি দলকে হারানো গেলেও, নিউ জিল্যান্ডকে হারানো বাবার আজমদের পক্ষে খুবই কঠিন। ফলে পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হলে একাধিক অঘটনের অপেক্ষায় থাকতে হবে। তবে বাস্তব পরিস্থিতি মাথায় রাখলে, এবারের মত বিশ্বকাপ অভিযান পাকিস্তানের কাছে কার্যত শেষ।
দক্ষিণ আফ্রিকা ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে চলে এসেছে। ভারতেরও ১০ পয়েন্ট। নেট রান রেটে দক্ষিণ আফ্রিকা এগিয়ে। এই দু’টি দল প্রথম দু’টি স্থানে থাকলেও কোনও দলই এখনও শেষ চারে পৌঁছয়নি। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতলে তাদের সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত।