Zaheer Khan

Zaheer Khan: কোন জুটিকে খেলতে দেখার জন্য অপেক্ষা করছেন জাহির খান

‘‘বিশ্বের দু’জন সেরা ফাস্ট বোলারকে এক সঙ্গে বল করতে দেখব। আমি দারুণ খুশি। এটা সম্ভব হবে বলেই মনে হচ্ছে। এটা একটা মূল্যবান অপেক্ষা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৬
Share:

বুমরা-আর্চার জুটি নিয়ে তুঙ্গে উত্তেজনা। —ফাইল ছবি

যশপ্রীত বুমরার সঙ্গে আগেই চুক্তি করে রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। নিলামে ইংল্যান্ডের তারকা জোফ্রা আর্চারকে আট কোটি টাকা দিয়ে কিনেছে আইপিএল-এর এই ফ্র্যাঞ্চাইজি। চোটের জন্য আর্চার অবশ্য আসন্ন আইপিএল খেলতে পারবেন না। পরের দু’টি আইপিএল-এ বুমরার সঙ্গে জুটি বাঁধবেন তিনি। নতুন বলে মুম্বইযের আক্রমণ শুরু করবেন এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের দুই অন্যতম সেরা ফাস্ট বোলার।

Advertisement

বুমরা-আর্চার জুটি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মতোই উত্তেজিত জাহির খান। ভারতের প্রাক্তন বাঁহাতি ফাস্ট বোলার বর্তমানে মুম্বইয়ের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস। জাহির বলেছেন, ‘‘আপনারা নিশ্চয় এই জুটির মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমিও তাই। দু’জন সেরা ফাস্ট বোলারকে এক সঙ্গে বল করতে দেখব। আমি দারুণ খুশি। এটা সম্ভব হবে বলেই মনে হচ্ছে। এটা একটা মূল্যবান অপেক্ষা।’’

সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিডকে ৮.২৫ কোটি টাকায় দলে নিয়েছে মুম্বই। সিঙ্গাপুরের একজন অলরাউন্ডারের জন্য বিপুল ব্যয় করায় বিস্মিত করেছে অনেককেই। এ প্রসঙ্গে মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘‘এই মুহূর্তে ও খুবই মূল্যবান সম্পদ। খুব জোরে বল মারতে পারে। আমরা জানতাম আমাদের হাতে টাকা আছে। বেশ কয়েকজন ক্রিকেটারই লক্ষ্য ছিল আমাদের। যেমন বোলিংয়ে বুমরা-আর্চার জুটি বা ব্যাটিংয়ে পোলার্ড-ডেভিড জুটি।’’ ১৫.২৫ কোটি টাকা দিয়ে ঈশান কিশনকে দলে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন মুম্বইয়ের কোচ। মাহেলা বলেছেন, ‘‘ঈশান ভারতীয় ব্যাটার এবং বাঁহাতে ব্যাট করে। কোনও ভাল প্রতিভা দেখলে আমরা সবসময় তার সঙ্গে থাকার চেষ্টা করি। ওর বয়স এখন মাত্র ২৩। ও আমাদের ফ্র্যাঞ্চাইজির জন্য দারুণ এক সম্ভাবনা। আমাদের ফ্র্যাঞ্চাইজি সেটাকেই মূল্য দিয়েছে। নিলামে ওকে নিয়ে লড়াই সকলেই দেখেছেন। আমরা খুশি শেষ পর্যন্ত ঈশানকে দলে নিতে পারায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement