IPL

Jofra Archer: এই মরসুমে না খেললে ৮ কোটিতে কেনা আর্চার কত টাকা পাবেন? কী বলছে আইপিএল-এর নিয়ম

মুম্বই যেহেতু আর্চারের চোটের কথা জানার পরেও তাঁকে কিনেছে তাই এই মরসুমের জন্য আর্চারের কোনও বিকল্প ক্রিকেটারকেও নিতে পারবে না তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৮
Share:

না খেললেও কি টাকা পাবেন আর্চার ফাইল চিত্র

কনুইয়ের চোটে ভোগা জোফ্রা আর্চারকে এই মরসুমে পাওয়া যাবে না জেনেও তাঁর পিছনে ৮ কোটি টাকা ঢেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের সঙ্গে বিড করে তাঁকে কিনেছে মুকেশ অম্বানীর দল। কিন্তু এই মরসুমে যদি আর্চার না খেলেন তা হলেও কি টাকা দিতে হবে তাঁকে? কী বলছে আইপিএল-এর নিয়ম?

Advertisement

আইপিএল-এর নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটারকে কেনার পরে তিনি যদি লিগ চলাকালীন চোট পান তা হলে বিমার নিয়মে টাকা পান তিনি। কিন্তু যদি কোনও ক্রিকেটার মরসুম শুরুর আগে থেকেই চোট পেয়ে থাকেন, বা লিগে একটি ম্যাচেও খেলতে না পারেন তা হলে তিনি কোনও টাকা পাবেন না। এই নিয়ম অবশ্য সেই প্লেয়ারদের জন্য কার্যকর যাঁরা নিজেরা খেলেন না। কোনও ক্রিকেটারকে যদি কোনও দল প্রথম এগারোতে সুযোগ না দেয় সে ক্ষেত্রে তাঁকে টাকা দিতে হয়।

যদি আর্চার কয়েকটি ম্যাচেও দলের হয়ে খেলতে নামতে পারেন সে ক্ষেত্রে তাঁকে ম্যাচ অনুযায়ী টাকা দিতে হবে। সেই সম্ভাবনা অবশ্য আর্চারের ক্ষেত্রে কম। মুম্বই যেহেতু আর্চারের চোটের কথা জানার পরেও তাঁকে কিনেছে, তাই এই মরসুমের জন্য আর্চারের কোনও বিকল্প ক্রিকেটারকেও নিতে পারবে না তারা।

Advertisement

চোটের কথা জানার পরেও আর্চারকে কেন কেনা হল তার জবাব অবশ্য দিয়েছেন আকাশ অম্বানী। নিলামের পরে আকাশ বলেন, ‘‘আমরা জানতাম আর্চারের চোট রয়েছে। এই বছর আমরা ওকে পাব না। কিন্তু যখন ও সুস্থ হয়ে উঠবে তখন যশপ্রীত বুমরার সঙ্গে ওর জুটি বিপক্ষের ঘুম কেড়ে নেবে। সেটা ভেবেই আমরা আর্চারকে কিনেছি। অনেক আলোচনার পরেই আমরা ওকে কিনেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement