IPL 2022

IPL 2022: আইপিএল থেকে সরে দাঁড়ানো জেসন রয়ের পরিবর্ত কে, জানাল গুজরাত টাইটান্স

মানসিক ক্লান্তির কথা বলে এ বারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন জেসন রয়। ইংরেজ ক্রিকেটারের পরিবর্তের নাম ঘোষণা করল গুজরাত টাইটান্স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২২ ২০:৩০
Share:

গুজরাতে এলেন গুরবাজ। ফাইল ছবি

মানসিক ক্লান্তির কথা বলে এ বারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন জেসন রয়। ইংরেজ ক্রিকেটারের পরিবর্তের নাম ঘোষণা করল গুজরাত টাইটান্স। বুধবার তারা জানিয়েছে, আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজকে পরিবর্ত ক্রিকেটার হিসেবে দলে নিচ্ছে তারা।

Advertisement

আফগানিস্তান দলে উইকেটকিপার-ব্যাটার গুরবাজ ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনটি অর্ধশতরান-সহ মোট ৫৩৪ রান করেছেন তিনি। স্ট্রাইকারও ১৩৮-এর কাছাকাছি। ৫০ লক্ষ টাকার বেস প্রাইসেই গুজরাতে যোগ দিচ্ছেন তিনি। আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল-এ খেলবেন তিনি। রশিদ খান এবং নুর আহমেদ ইতিমধ্যেই অন্য দলে যোগ দিয়েছেন।

আগের বার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন জেসন। ওপেনিং ব্যাটারের দায়িত্বও সামলেছিলেন। তবে সাম্প্রতিক কালে দারুণ ছন্দে ছিলেন জেসন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লিগে ছ’ম্যাচে ৩০৩ রান করেন। মাত্র ছ’টা ম্যাচ খেলেও তিনি প্রতিযোগিতার সর্বোচ্চ রান শিকারীদের তালিকায় উপরের দিকেই ছিলেন। একটি শতরানও করেছিলেন তিনি।

Advertisement

সম্প্রতি দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন জেসন। জানিয়েছেন, পরিবারকে সময় দিতে চান। আইপিএল খেলতে হলে দু’মাসের বেশি তাঁকে পরিবারকে ছেড়ে থাকতে হবে। তবে এ বারই প্রথম নয়। এর আগে ২০২০ সালে তাঁকে ১.৫ কোটি টাকা দিয়ে কেনে দিল্লি ক্যাপিটালস। সেবারও প্রতিযোগিতা শুরুর আগে সরে দাঁড়ান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement