IPL 2024

আরও বিপাকে ধোনির চেন্নাই, চোট-আঘাত বেড়েই চলেছে গত বারের চ্যাম্পিয়নদের

আইপিএলের আগে ধোনির উদ্বেগ বেড়েই চলেছে। চেন্নাইয়ের ক্রিকেটারদের চোট-আঘাতের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। সোমবার দলের আর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার মাঠ ছাড়লেন স্ট্রেচারে শুয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৪ ১৭:৩৬
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

আহত মাথিশা পাতিরানার অভাব ঢাকতে মুস্তাফিজুর রহমানের দিকে তাকিয়ে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএল শুরুর চার দিন আগে বাংলাদেশের জোরে বোলারকে নিয়েও উদ্বেগ তৈরি হল চেন্নাই সুপার কিংস শিবিরে। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হল সেই মুস্তাফিজুরকেও।

Advertisement

সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে নেমেছিলেন মুস্তাফিজুর। শরীরে একাধিক পেশিতে টান ধরায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ বোলারকে। নিজের কোটার ১০ ওভার পূর্ণ করতে পারেননি তিনি। ৯ ওভার বল করার পর মাঠ ছাড়তে বাধ্য হন এ বারের আইপিএলে ধোনির অন্যতম ভরসা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পাতিরানা। তাঁর মাঠে ফিরতে পাঁচ সপ্তাহ মতো সময় লাগতে পারে। গত বছর আইপিএলে চেন্নাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে ছিল শ্রীলঙ্কার জোরে বোলারের গুরুত্বপূর্ণ ভূমিকা। শেষ দিকের ওভারগুলিতে পাতিরানার কৃপণ বোলিংয়ে ম্যাচের পর ম্যাচ আস্থা রেখেছিলেন ধোনি। তাঁকে এ বারের আইপিএলের প্রথমার্ধে পাবে না চেন্নাই। পরিস্থিতি সামলাতে মুস্তাফিজুরের দিকে তাকিয়ে ছিলেন ধোনি। সোমবারের ঘটনার পর তাঁকে নিয়ে চেন্নাই শিবিরে তৈরি হল নতুন উদ্বেগ। মাঠ ছাড়ার আগে তিনি অবশ্য শ্রীলঙ্কার দুই ব্যাটারকে আউট করেন।

Advertisement

মুস্তাফিজুরের সমস্যা কতটা গুরুতর তা নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি বাংলাদেশ দলের পক্ষে। দু’দেশের এক দিনের সিরিজ়ে সোমবারই প্রথম খেলতে নেমেছিলেন মুস্তাফিজুর। দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া তানজিম হাসানের পরিবর্তে প্রথম একাদশে এসেছিলেন তিনি। মঙ্গলবার তাঁর সিএসকে শিবিরে যোগ দেওয়ার কথা ছিল। পাতিরানা ছাড়া নিউ জ়িল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়েও আঙুলের চোটের জন্য আইপিএলের প্রথমার্ধে চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন না।

এ বারের আইপিএলের প্রথম দিনই মাঠে নামবে গত বারের চ্যাম্পিয়নেরা। ২২ মার্চ ঘরের মাঠে ধোনির দলের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement