ICC World Cup 2023

ফের দুঃসংবাদ ভারতীয় শিবিরে, অনুশীলনে চোট হার্দিকের, রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি খেলতে পারবেন তিনি?

ডেঙ্গি হওয়ায় শুভমনের খেলার সম্ভাবনা কম অস্ট্রেলিয়া ম্যাচে। ভারতীয় শিবিরের উদ্বেগ বৃদ্ধি করলেন হার্দিক। নেটে ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়েছেন তিনি। পরে আর ব্যাট করতে পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ ১৫:২৬
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

বিশ্বকাপে মাঠে নামার আগেই একের পর এক দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ডেঙ্গি হওয়ায় প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচ খেলার সম্ভাবনা প্রায় নেই শুভমন গিলের। অনুশীলনে রোহিত শর্মার দলের আরও এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পেলেন।

Advertisement

অনুশীলনে চোট পেয়েছেন হার্দিক পাণ্ড্য। সূত্রের খবর, বৃহস্পতিবার নেটে ব্যাট করার সময় আঙুলে চোট পেয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। চোট লাগার পর আর ব্যাটিং অনুশীলন করতে পারেননি তিনি। আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি খেলতে পারবেন হার্দিক? ভারতীয় শিবির সূত্রে খবর, হার্দিকের চোট গুরুতর কিছু নয়। দিন দুয়েকেই ঠিক হয়ে যাবে। হার্দিকের আঙুলে তেমন ব্যথাও নেই। বল করতে কোনও সমস্যা হচ্ছে না। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে কোনও সংশয় নেই।

হার্দিককে ধরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশের পরিকল্পনা করছেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত। ২৯ বছরের অলরাউন্ডার ভারতীয় দলের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা ছাড়া তিনি দলের সহ-অধিনায়কও। ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে নামেন হার্দিক। দলের অন্যতম ফিনিশার তিনি। প্রথম পরিবর্ত বোলার হিসাবেও গুরুত্ব ভূমিকা নেন। তাই হার্দিককে বাদ দিয়ে প্রথম একাদশের কথা ভাবছে না ভারতীয় শিবির।

Advertisement

এশিয়া কাপের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি হার্দিক। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আশা করা হচ্ছে, বিশ্বকাপে তরতাজা অবস্থায় পাওয়া যাবে অভিজ্ঞ অলরাউন্ডারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement