টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সুখবর ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য। ছবি: টুইটার।
মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির বোলারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের দীপ্তি শর্মা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ়ে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে আইসিসি ক্রমতালিকায় জীবনের সেরা জায়গায় উঠে এসেছেন ২৫ বছরের অলরাউন্ডার।
মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের সর্বশেষ যে ক্রমতালিকা আইসিসি প্রকাশ করেছে, তাতে দীপ্তির সংগ্রহ ৭৩৭ রেটিং পয়েন্ট। ৭৬৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন। শীর্ষে থাকা একলেস্টোনের থেকে দীপ্তি পিছিয়ে রয়েছেন ২৬ রেটিং পয়েন্টে। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার ননকুলুলেকো লাবা ৭৩২ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। তিনি এক ধাপ নেমে গিয়েছেন। দীপ্তি ক্রমতালিকায় দু’ধাপ এগিয়েছেন ত্রিদেশীয় সিরিজ়ে ন’উইকেট নিয়ে। ২০ ওভারের ক্রিকেটে বোলারদের ক্রমতালিকার প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন আরও এক জন ভারতীয়। সপ্তম স্থানে থাকা রেনুকা সিংহ অবশ্য এক ধাপ নেমে গিয়েছেন। তাঁর সংগ্রহে রয়েছে ৬৬৬ রেটিং পয়েন্ট।
ত্রিদেশীয় সিরিজ়ের ছন্দ প্রতিযোগিতার ফাইনালেও ধরে রাখতে পারলে দীপ্তি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে আসতে পারেন। ১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতেই শুরু হবে বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ডের কোনও খেলা না থাকায় সুবিধা পাবেন ভারতীয় অলরাউন্ডার। আগামী বৃহস্পতিবার ইস্ট লন্ডনে ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।
শুধু বোলারদের ক্রমতালিকায় নয় টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের ক্রমতালিকারও দ্বিতীয় স্থানে রয়েছেন দীপ্তি। এ ক্ষেত্রে তাঁরা রেটিং পয়েন্ট ৪০১। অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। এই তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার। তাঁর রেটিং পয়েন্ট ৪২৪। ভারতের বাঁহাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় টি-টোয়েন্টি বোলারদের ক্রমতালিকায় চার ধাপ উঠে ১৪ নম্বর জায়গায় রয়েছেন।
ব্যাটারদের ক্রমতালিকার প্রথম ১০ জনেও রয়েছেন দুই ভারতীয়। তিন নম্বরে রয়েছেন স্মৃতি মন্ধনা। তাঁর রেটিং পয়েন্ট ৭৩১। আট নম্বরে রয়েছেন সদ্য মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক শেফালি বর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৬২৯। ৮০৩ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার তাহিলা ম্যাকগ্রা।