বুমরাকে নিয়ে উল্লাস। ব্যর্থ বাকিরা। ছবি: রয়টার্স।
ব্রিসবেন টেস্টের প্রথম দিন বেশি ক্ষণ খেলা হয়নি। তবে রবিবার দ্বিতীয় দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড এবং স্টিভ স্মিথের জোড়া শতরানে চারশোর উপর রান তুলে দিয়েছে তারা। যশপ্রীত বুমরা বাদে ভারতের আর কোনও বোলারই দাঁত ফোটাতে পারেননি। দিনের শেষে বোলিং কোচ মর্নি মর্কেল জানালেন, ভারতকে পুরনো বল আরও ভাল করে ব্যবহার করা শিখতে হবে। না হলে সাফল্য মিলবে না।
এ দিন দ্বিতীয় সেশনে হেড-স্মিথ মিলে আগ্রাসী খেলেছেন। মাত্র ৩১ ওভারে ১৭১ রান তুলে দিয়েছিলেন জুটিতে। কোনও উইকেট ফেলতে পারেনি ভারত। মর্কেল চাইছেন, বল ৫০ ওভার পুরনো হয়ে গেলে নতুন বল না নেওয়া পর্যন্ত ভারতীয় বোলারেরা কী ভাবে উইকেট তুলতে পারেন তার রাস্তা খুঁজে বার করতে হবে। বলেছেন, “আপনারা যদি ৫০ থেকে ৮০ ওভারের মধ্যে দেখেন তা হলে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। রান গলিয়েছি। সেই জায়গায় উন্নতি করতে হবে।”
নতুন বলে ভারতীয় বোলারেরা খুব খারাপ বল করছেন না। তবে বল একটু নরম হয়ে ক্ষয়ে গেলেই তাঁরা উইকেট পাচ্ছেন না। মর্কেলের কথায়, “দু’জন বিশ্বমানের ক্রিকেটার খেলেছে আমাদের বিরুদ্ধে। আমরা জানি ওরা দীর্ঘ ক্ষণ ব্যাট করতে পারে। তবে বল নরম হয়ে যাওয়ার পরে আমাদের সমস্যা হচ্ছে। আমরা ঠিক করে পুরনো বলের ব্যবহার করতে পারছি না।”
নতুন বল নেওয়ার পরেই একাধিক উইকেট পেয়েছেন বুমরা। তাই জন্যই দিনের শেষে অস্ট্রেলিয়ার সাতটি উইকেট পড়েছে। মর্কেল জানালেন, তাঁদের পরিকল্পনা ছিল বেশি করে ওভার দ্য উইকেট বল করা। সে ভাবে অ্যাডিলেডে সাফল্য পেয়েছিলেন। তবে ব্রিসবেনে তা বিশেষ কাজে লাগেনি।