India Cricket

প্রথমে ব্যাট করলে কেন বার বার হার! রোহিতদের হয়ে ব্যাট ধরলেন দলের কোচ

এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলঙ্কা ও পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে হেরেছে ভারত। কেন প্রথমে ব্যাট করলে বার বার সেই রান রক্ষা করতে পারছেন না দলের বোলাররা। মুখ খুললেন কোচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৮
Share:

রোহিতদের হয়ে মুখ খুললেন দলের ব্যাটিং কোচ। —ফাইল চিত্র

গত ছ’টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে ভারত। আর সেই তিনটি ম্যাচেই প্রথমে ব্যাট করেছিলেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করলে কেন রান রক্ষা করতে পারছেন না দলের বোলাররা? দলের হয়ে এ বার মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। জানালেন, শিশিরের কারণেই বোলারদের সমস্যা হচ্ছে।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগের দিন সাংবাদিক বৈঠকে রাঠৌর বলেন, ‘‘আমরা রান রক্ষা করতে গিয়ে সমস্যায় পড়ছি। কিন্তু বোলারদের সব দোষ দিয়ে লাভ নেই। কারণ পরে বল করলে শিশির বড় ভূমিকা নেয়। রান তাড়া করা অনেক সহজ হয়ে যায়। তবে এই দিকে আমাদের উন্নতি করতে হবে। সেই চেষ্টা করছি।’’

এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলঙ্কা ও পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে হেরেছে ভারত। প্রতিটি ম্যাচেই শেষ ওভারে ফয়সালা হয়েছে। শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে যাওয়ার জন্য দলের বোলারদের প্রশংসা করেছেন রাঠৌর। তিনি বলেন, ‘‘বোলাররা অনেক চেষ্টা করেছে। শেষ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে গিয়েছে। হয়তো এখন আমরা জিততে পারিনি, কিন্তু আশা করছি আগামী দিনে পারব।’’

Advertisement

গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ব্যাট করে পাকিস্তান ও নিউজ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। ছিটকে যেতে হয়েছিল বিশ্বকাপ থেকে। অক্টোবরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এ বার ততটা সমস্যা হবে না বলে জানিয়েছেন রাঠৌর। তিনি বলেন, ‘‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ব্যাটিং আমাদের চিন্তার জায়গা ছিল। কিন্তু তার পরে আমরা অনেক উন্নতি করেছি। ব্যাটাররা অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। স্ট্রাইক রেট বেড়েছে। তাই এখন প্রথমে ব্যাট করলে অনেক বেশি রান করছি। তাই প্রতিপক্ষ সহজে সেই রান তাড়া করতে পারবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement