Indian Women Cricket team

সিরিজ় হারের পর শাস্তিও পেল ভারতের মহিলা ক্রিকেট দল, হরমনপ্রীতদের অপরাধ কী

ব্রিসবেনে দ্বিতীয় এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১২২ রানে হেরেছিলেন হরমনপ্রীতেরা। সেই ম্যাচের জন্যই আইসিসির কাছে শাস্তি পেতে হল ভারতের মহিলা ক্রিকেট দলকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩২
Share:

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার মহিলা দলের কাছে ০-৩ ব্যবধানে এক দিনের সিরিজ় হেরেছেন হরমনপ্রীত কৌরেরা। এই হারের পর শাস্তিও পেতে হল ভারতের মহিলা ক্রিকেট দলকে। ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা হল হরমনপ্রীতদের।

Advertisement

ব্রিসবেনে দ্বিতীয় এক দিনের ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেননি হরমনপ্রীতেরা। ২ ওভার কম বল করেছিল ভারতীয় দল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আদর্শ আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হয়। সেই হিসাবে হরমনপ্রীতদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট। আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ‘‘ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর তাঁদের ভুল স্বীকার করে নিয়েছেন এবং নিয়ম অনুযায়ী শাস্তি মেনে নিয়েছেন।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচেও জিততে পারেনি ভারতীয় মহিলা দল। মাঠের লড়াইয়ে ব্রিসবেনে লজ্জায় পড়তে হয়েছিল হরমনপ্রীতদের। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৭১ রান করে অস্ট্রেলিয়া। এটাই মহিলাদের এক দিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান। জবাবে ভারতের ইনিংস শেষ হয়েছিল ২৪৯ রানে। ১২২ রানে হেরেছিল ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement