Jason Gillespie

পাকিস্তানের ক্রিকেটে কোচেদের পদত্যাগের হিড়িক, কার্স্টেনের পর দায়িত্ব ছাড়লেন হতাশ গিলেসপি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের আগে দায়িত্ব ছেড়ে দিলেন পাকিস্তানের টেস্ট কোচ গিলেসপি। পিসিবির সঙ্গে বেশ কিছু দিন ধরে মতবিরোধ হচ্ছিল লাল বলের কোচের। আপাতত দায়িত্বে জাভেদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৩২
Share:

জেসন গিলেসপি। —ফাইল চিত্র।

আগেই দায়িত্ব ছেড়েছিলেন পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন। এ বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের আগে ইস্তফা দিলেন টেস্ট দলের কোচ জেসন গিলেসপিও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাজকর্মে হতাশ হয়ে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। অন্তর্বর্তী কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন আর এক প্রাক্তন জোরে বোলার আকিব জাভেদ।

Advertisement

কিছু দিন ধরে পিসিবি কর্তাদের সঙ্গে বনিবনা হচ্ছিল না গিলেসপির। শেষ পর্যন্ত পাকিস্তানকে আর কোচিং না-করানোর সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে গিলেসপি বলেছেন, ‘‘আমাকে বার বার বিভিন্ন কারণে হতাশ হতে হয়েছে। এমন অভিজ্ঞতা হবে ভাবিনি চুক্তি করার সময়। সব সময় সৎ থাকার চেষ্টা করি।’’ গিলেসপির জমানায় পাঁচটি টেস্ট খেলেছে পাকিস্তান। দেশের মাঠে বাংলাদেশের কাছে ০-২ ব্যবধানে হেরেছিলেন মাসুদেরা। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট ইনিংসে হারের পরও ২-১ ব্যবধানে সিরিজ় জিতেছিল পাকিস্তান। তার পরই নির্বাচক কমিটি থেকে গিলেসপিকে সরিয়ে দিয়েছিল পিসিবি।

তাঁর ইস্তফার খবর নিশ্চিত করেছে পিসিবি। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘‘জেসন গিলেসপি ইস্তফা দিয়েছেন। লাল বলের ক্রিকেটে অন্তর্বর্তী কোচ হিসাবে আকিব জাভেদকে দায়িত্ব দেওয়া হচ্ছে।’’ গত অক্টোবরে কার্স্টেন পদত্যাগ করার পর পাকিস্তানের সাদা বলের অন্তর্বর্তী কোচ হিসাবেও কাজ করছেন জাভেদ। ফলে জাতীয় দলের দুই কোচ তত্ত্ব থেকে আবার এক কোচের জমানায় ফিরল পাকিস্তান। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দু’টেস্টের সিরিজ়। শান মাসুদদের কোচ হিসাবে থাকবেন জাভেদই।

Advertisement

বেশ কিছু দিন ধরে গিলেসপির সঙ্গে পিসিবি কর্তাদের মতবিরোধ চলছিল কয়েকটি ব্যাপার নিয়ে। টেস্ট দলের সহকারী কোচ টিম নিয়েলসনের চুক্তি পিসিবি নবীকরণ না-করার পর সেই বিরোধ আরও বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত দায়িত্বই ছেড়ে দিলেন গিলেসপি।

বার বার কোচ পরিবর্তন করেও অবশ্য প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না পাকিস্তান। গিলেসপিকে নিয়ে গত চার বছরে ছ’জন পাকিস্তানের কোচ হয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement