ধ্রুব জুরেল। —ফাইল চিত্র।
নিজের দ্বিতীয় ম্যাচেই সেরার পুরস্কার পেয়েছেন ধ্রুব জুরেল। দুই ইনিংসেই ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছেন। রাঁচীতে শুভমন গিলের সঙ্গে তাঁর ৭২ রানের ইনিংস দলকে ৫ উইকেটে জয় এনে দেয়। প্রথম ইনিংসে ৯০ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রান করায় জুরেলকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়। সেই জুরেলকে নাকি ভালবেসে ফেলেছেন এক ইংরেজ ক্রিকেটার।
রাঁচীতে টেস্ট হারের পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস জানালেন তাঁর দলের এক ক্রিকেটার জুরেলকে ভালবাসেন। স্টোকস বলেন, “জুরেল দু’টি ইনিংসেই ভাল খেলেছে। খুব ভাল কিপিংও করেছে। আমার মনে হয়ে বেন ফোকস ওকে ভালবেসে ফেলেছে।” সাংবাদিক বৈঠকে এসে ইংরেজ দলের উইকেটরক্ষক সম্পর্কে এমনটাই জানালেন স্টোকস।
২০১২ সালের পর থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজ় হারেনি ভারত। শেষ বার ইংল্যান্ডের বিরুদ্ধেই হেরেছিল তারা। রাঁচীতে জিতে সিরিজ়ে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ফলে শেষ ম্যাচে হারলেও সিরিজ় ভারতেরই থাকবে। স্টোকস বলেন, “এই সিরিজ়ে আমরা ভারতীয় দলের একাধিক প্রতিভাবান ক্রিকেটারকে দেখেছি। আমার টেস্ট ক্রিকেট পছন্দ। সেখানে এমন তরুণ, অনভিজ্ঞ ক্রিকেটারদের ম্যাচ জেতাতে দেখে মনে হচ্ছে এই ফরম্যাটের ভবিষ্যৎ উজ্জ্বল।”