স্নেহ রানা। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেয়েদের টেস্টে প্রথম দিন থেকেই দাপট দেখাচ্ছে ভারত। তৃতীয় দিনেও অন্যথা হল না। বল হাতে দাপট স্নেহ রানার। ৮ উইকেট নিলেন তিনি। মেয়েদের ক্রিকেটে এর আগে ৮ উইকেট নিয়েছিলেন নীতু ডেভিড। তবে তিনি আরও কম রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। তাই সেরা বোলিংয়ের রেকর্ড রইল তাঁর হাতেই।
রানার দাপটে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৬৬ রানে। ফলো-অন করান ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এর মূল কৃতিত্ব রানার। তিনি ২৫.৩ ওভার বল করে ৭৭ রান দিয়ে ৮ উইকেট নেন। ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ডেভিড ৫৩ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। তাই রানা দ্বিতীয় হয়েই থেকে গেলেন।
ভারতের হয়ে সেরা বোলিংয়ের তালিকায় ডেভিড এবং রানার পরেই রয়েছেন গার্গী বন্দ্যোপাধ্যায়। ১৯৮৫ সালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিনি ৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। ডায়ানা এদুলজি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৮৪ সালে ৬৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। পঞ্চম স্থানে রয়েছেন শুভাঙ্গী কুলকর্ণী। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৯৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।
ভারত প্রথম ইনিংসে ৬০৩ রান করেছিল। শেফালি বর্মা ২০৫ রান করেছিলেন। স্মৃতি মন্ধানা ১৪৯ রান করেন। তাঁদের দাপটে টেস্টের শুরুতেই চালকের আসনে ভারত। রানার দাপটে দক্ষিণ আফ্রিকা ২৬৬ রানে শেষ হয়ে যায়। ৩৩৭ রানে পিছিয়ে ছিল তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ২৩২ রানে ২ উইকেট হারিয়ে লড়ছে দক্ষিণ আফ্রিকা। এখনও ১০৫ রানে পিছিয়ে রয়েছে তারা।