শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় থেকে বাদ গিয়েছে বুমরার নাম। কবে মাঠে দেখা যাবে তাঁকে? —ফাইল চিত্র
শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে প্রথমে দলে নিয়ে সিরিজ় শুরুর আগে হঠাৎ দল থেকে বাদ দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, বুমরাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না তারা। তবে তার মধ্যেই বোর্ড সূত্রে খবর, বুমরা কবে মাঠে ফিরবেন সেই সিদ্ধান্ত বিসিসিআই নেবে না। সেই সিদ্ধান্ত নেবেন বুমরা নিজেই।
বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, বুমরার চোট কেমন রয়েছে তার সব থেকে ভাল বিচারক বুমরা নিজেই। ওকে দলে নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু খেলতেই হবে তার কোনও বাধ্যবাধকতা ছিল না। কবে ও পুরো সুস্থ হয়ে মাঠে নামতে পারবে তার সিদ্ধান্ত বুমরা নিজেই নেবে।
তাঁকে নিয়ে যে তাড়াহুড়ো করতে চান না, সে কথা জানিয়েছেন রোহিত শর্মাও। ভারত অধিনায়ক সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘বেচারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে খুব পরিশ্রম করছে। কয়েক দিন আগে ওর পিঠে সমস্যা হচ্ছিল। তাই ওকে দলের বাইরে রাখা হয়েছে। বুমরাকে নিয়ে আমরা অতিরিক্ত সতর্ক।’’
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ইতিমধ্যেই বুমরাকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন প্রতিযোগিতায় তাঁকে দলে দরকার। বোর্ডের এক আধিকারিক বলেছেন, ‘‘ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত তিনটি টেস্টে বুমরাকে দলে চাইছি। যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তা হলে সেই ম্যাচে ওকে খেলতে হবে। এ ছাড়া অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপে বুমরাকে দরকার। তার আগের কয়েকটা ম্যাচেও খেলতে হবে ওকে। বাকি সিরিজ়ে বুমরা না থাকলেও সমস্যা নেই।’’
বোর্ডের এই মনোভাব থেকে পরিষ্কার, এর আগে এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরা না খেলতে পারায় যে সমস্যা হয়েছিল, সেটা যাতে আর না হয় সেই ব্যবস্থা করেছে তারা। তাড়াহুড়ো না করে বেছে বেছে কিছু সিরিজ় খেলার কথা বলা হয়েছে বুমরাকে। সেই মতো তাঁকে তৈরি হতে বলা হচ্ছে। এখন দেখার কবে ভারতীয় জার্সিতে মাঠে দেখা যাবে এই ডান হাতি পেসারকে।