IPL 2025

৯২ দিন পর খেলতে নামলেন ৯৩ নম্বর জার্সির মালিক, কোহলিদের বিরুদ্ধে মুম্বইয়ের প্রথম একাদশে বুমরাহ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জানুয়ারিতে সিরিজ়ের শেষ ম্যাচ খেলেছিলেন বুমরাহ। তার পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। সোমবার আইপিএলে খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৯:০২
Share:
Jasprit Bumrah

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

চোট সারিয়ে মাঠে ফিরলেন জসপ্রীত বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সোমবার খেলতে নামলেন তিনি। ৯২ দিন পর আবার খেলতে নামলেন বুমরাহ। শেষ বার তিনি খেলেছিলেন ভারতের হয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন। তার পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে ছিলেন বুমরাহ। সোমবার আইপিএলে খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। বুমরাহের জার্সি নম্বর ৯৩। তাঁর জন্মসাল ১৯৯৩। সেই কারণেই তিনি ৯৩ নম্বর জার্সি পরে খেলেন।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর পাঁচটি টেস্ট খেলেছিলেন বুমরাহ। শেষ টেস্টের শেষ দিনে বল করতে পারেননি। তার পর থেকে শুধুই জল্পনা। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের দলে রাখা হয়নি তাঁকে। ভাবা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো খেলতে পারবেন। কিন্তু সেটাও সম্ভব হয়নি। ভারত যদিও তাঁকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়। আইপিএলেও শুরু থেকে খেলতে পারেননি বুমরাহ। মুম্বই ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলে ফেলেছে। সোমবার দলে ফিরলেন বুমরাহ।

ভারতীয় দলের অন্যতম ভরসা বুমরাহ। তিনি এই মুহূর্তে দেশের সেরা পেসার। তাই বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। ১০০ শতাংশ ফিট হওয়ার পরেই তাঁকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। বুমরাহকে দলে পেয়ে খুশি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যও। তিনি বলেন, “বুমরাহ দলে ফিরছে। রোহিতও (শর্মা) ফিরছে। অভিজ্ঞ ক্রিকেটারেরা দলে ফিরলে অবশ্যই শক্তি বাড়বে।”

Advertisement

রোহিত গত ম্যাচে খেলেননি। সোমবার দলে ফিরলেও তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক। ফলে ব্যাট করার সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে রোহিত নামবেন বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement