চোটের পর মাঠেই চিকিৎসা চলছে যশপ্রীত বুমরার। শনিবার, অ্যাডিলেডে। ছবি: পিটিআই।
প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারত যে জায়গায় ছিল, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের পর ঠিক তার উল্টো পরিস্থিতি। দ্বিতীয় দিনই জয়ের গন্ধ পেতে শুরু করেছে অস্ট্রেলিয়া। হারের আশঙ্কা ভারতের সামনে। তার মাঝেই আরও এক চিন্তা রোহিত শর্মাদের মাথায়। বল করার সময় চোট পেয়েছেন যশপ্রীত বুমরা। তাঁর চোট কতটা গুরুতর?
দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার ইনিংসের ৮১তম ওভারে ঘটে সেই ঘটনা। দ্বিতীয় নতুন বল পাওয়ার পর বুমরার হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত। তাঁর তৃতীয় বলে চার মারেন ট্রেভিস হেড। তার পরেই দেখা যায় মাটিতে পড়ে রয়েছেন বুমরা। পায়ের পেশি হাত দিয়ে চেপে ধরে থাকতে দেখা যায় তাঁকে। বুমরাকে পড়ে থাকতে দেখে ছুটে যান রোহিত, বিরাট কোহলিরা।
মাঠে নামেন ভারতের ফিজিয়ো। বেশ কিছু ক্ষণ বুমরার চোট পরীক্ষা করেন তিনি। কথা বলেন পেসারের সঙ্গে। তখন ধারাভাষ্য দিচ্ছিলেন রবি শাস্ত্রী। তিনি বলেন, “পায়ের অ্যাডাকটর পেশি ধরে রেখেছে বুমরা।” যদিও তার পরে আবার বল করেন বুমরা। সেই ওভারের পরের তিনটি বল করেন তিনি। পরে আর একটি ওভার করেন বুমরা।
ভারতীয় পেসারের চোট কতটা গুরুতর তা নিয়ে মুখ খুলেছে ভারত। দলের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, বুমরার পায়ের পেশিতে টান ধরেছিল। চোট তেমন গুরুতর নয়। বুমরা এই টেস্টে আবার বল করতে পারবেন। কিন্তু বুমরার অতীত চোটের ইতিহাস রয়েছে। সেই কারণে বেশি চিন্তায় রয়েছেন ভারতীয় সমর্থকেরা। এই সিরিজ়ে এখনও পর্যন্ত তিনটি ইনিংসে ১২টি উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়াকে হারাতে হলে তাঁকে পুরো সিরিজ় খেলতে হবে। তাই বাড়তি চিন্তা রয়েছে রোহিতদের মনে।