New Zealand tour of India 2024

বিরাটের ব্যাট নিয়ে খেললেন আকাশ, কোহলির মতোই রান আউট বাংলার পেসার!

বিরাট নিজের ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন। আকাশ মাঠে নামার পর বিরাটের ব্যাট চেয়েছিলেন। সেই ব্যাটে রান করতে পারলেন না। বিরাটের মতো তিনিও রান আউট হয়ে গেলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৪:৩৮
Share:

বিরাট কোহলির পর আকাশ দীপও রান আউট। ছবি: সংগৃহীত।

মুম্বই টেস্টে ভারতের দুই ব্যাটার রান আউট হলেন। বিরাট কোহলি এবং আকাশ দীপ। প্রথম জন নিজের ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন। দ্বিতীয় জন মাঠে নামার পর বিরাটের ব্যাট চেয়েছিলেন। সেই ব্যাটে রান করতে পারলেন না। প্রথম জনের মতো তিনিও রান আউট হয়ে গেলেন।

Advertisement

শুক্রবার বিকেলে রান আউট হয়েছিলেন বিরাট। তাঁর সেই আউট হওয়ার ধরন নিয়ে শুরু হয়ে যায় বিস্তর সমালোচনা। যে সময় দিনের খেলার মাত্র কয়েক ওভার বাকি, সেই সময় কেন তিনি ঝুঁকিপূর্ণ রান নিতে গেলেন তা বোঝা কঠিন। ৬ বলে ৪ রান করে রান আউট হয়ে যান তিনি। যে ভাবে রান নিতে গিয়ে আউট হন বিরাট, তাতে ওই ভাবে উইকেট দেওয়া আত্মঘাতী সিদ্ধান্তই। ভারতকে অনেক বেশি চাপে পড়তে হয় বিরাট আউট হতে।

শনিবার আকাশ যখন ব্যাট করতে নামেন, তখন ভারত ৯ উইকেট হারিয়েছে। বাংলার পেসার নিজের ব্যাট নিয়েই খেলতে নেমেছিলেন। কিন্তু মাঠে নামার পর ধ্রুব জুরেল এসে তাঁকে একটি ব্যাট দিয়ে যান। তাতে যে সংস্থার লোগো ছিল, সেটি বিরাটের ব্যাটে দেখা যায়। কিছু দিন আগেই বিরাট একটি ব্যাট উপহার দিয়েছিলেন আকাশকে। শনিবার তিনি সেই ব্যাটটি নিলেন নাকি সাজঘর থেকে বিরাট তাঁকে নিজের ব্যাট পাঠিয়ে দিয়েছিলেন, তা জানা যায়নি। কিন্তু সেই ব্যাট নিয়ে কোনও রান করতে পারেননি আকাশ। বিরাটের মতো তিনিও রান আউট হয়ে যান। দু’রান নিতে গিয়ে রান আউট হন আকাশ। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৬৩ রানে।

Advertisement

নিউ জ়িল্যান্ড প্রথম ইনিংসে ২৩৫ রান করেছিল। জবাবে ভারতের ইনিংস শেষ ২৬৩ রানে। ২৮ রানে লিড পান রোহিত শর্মারা। দ্বিতীয় ইনিংসে শনিবার চা বিরতি পর্যন্ত নিউ জ়িল্যান্ডের স্কোর ২৬/১। টম লাথামকে আউট করেছেন আকাশ। কিউয়ি অধিনায়কের স্টাম্প ছিটকে দেন বাংলার পেসার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement