India Cricket

এশিয়ান গেমসে সোনা জিতে অন্য রূপ রিঙ্কুদের, কী করলেন ভারতীয় ক্রিকেটারেরা?

এ বারের এশিয়ান গেমসে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে দল পাঠিয়েছিল ভারত। সেই দলে ছিলেন যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংহ, তিলক বর্মাদের মতো আইপিএলে ভাল খেলা ক্রিকেটারেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ ১৪:০৮
Share:

এশিয়ান গেমসে সোনা জিতে উল্লাস ভারতীয় ক্রিকেটারদের। —ফাইল চিত্র

প্রথম বার এশিয়ান গেমসে খেলতে নেমে সোনা জিতেছে ভারতের পুরুষদের ক্রিকেট দল। তার পরে গেমস ভিলেজে ফিরে অন্য রূপ রিঙ্কু সিংহ, শাহবাজ আহমেদদের। গান গেয়ে নাচতে দেখা গেল তাঁদের।

Advertisement

ভারতীয় ক্রিকেটারদের নাচ-গানের ভিডিয়ো বেরিয়েছে সমাজমাধ্যমে। সেখানে সবার আগে দেখা যাচ্ছে আরশদীপ সিংহ, রবি বিষ্ণোই ও আবেশ খানকে। পরে সেই নাচে যোগ দেন দলের বাকি ক্রিকেটারেরা। কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি ছবি ‘৮৩’-র ‘লেহরা দো’ নামের একটি গান গাইতে দেখা যায় তাঁদের। সেই তালেই নাচেন তাঁরা।

এ বারের এশিয়ান গেমসে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে দল পাঠিয়েছিল ভারত। সেই দলে ছিলেন যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংহ, তিলক বর্মাদের মতো আইপিএলে ভাল খেলা ক্রিকেটারেরা। সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিযোগিতায় খেলে ভারত। শেষ আটে নেপাল ও সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠে তারা। বৃষ্টির কারণে পুরো ফাইনাল হয়নি। কিন্তু পয়েন্ট তালিকায় উপরে থাকায় সোনা জেতে ভারত। তার পরেই উল্লাসে মাতেন ভারতীয় ক্রিকেটারেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement