Weather in India-Bangladesh Match

ভারত-বাংলাদেশ ম্যাচের ২৪ ঘণ্টা আগে দুবাইয়ে বৃষ্টি, বৃহস্পতিবার ম্যাচেও কি বিঘ্ন ঘটাবে আবহাওয়া?

ভারত-বাংলাদেশ ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বুধবার বৃষ্টি হয়েছে দুবাইয়ে। বৃহস্পতিবার ম্যাচের সময় কেমন থাকবে দুবাইয়ের আবহাওয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৮
Share:
cricket

ঢাকা রয়েছে দুবাইয়ের মাঠ। ছবি: সমাজমাধ্যম।

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। মঙ্গল ও বুধবার সেখানে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও কি বিঘ্ন ঘটাবে বৃষ্টি। ভারত-বাংলাদেশ ম্যাচের সময় কেমন থাকবে দুবাইয়ের আবহাওয়া।

Advertisement

‘অ্যাকুওয়েদার’-এর রিপোর্ট হাসি ফোটাবে ভারত-বাংলাদেশ দু’দলের সমর্থকদের মুখে। কারণ, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে শুরু খেলা। দুটোয় টস। সেই সময় বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ। তার পর থেকে রাত ১১টা পর্যন্ত প্রতি ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা ১ শতাংশ। অর্থাৎ, বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটার আশঙ্কা প্রায় নেই।

বৃষ্টি না হলেও বৃহস্পতিবার সারা দিন আকাশ মেঘলা থাকবে বলে জানা গিয়েছে রিপোর্টে। কখনও মেঘের পরিমাণ বাড়বে। কখনও কমবে। মেঘ থাকায় আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে। ফলে অস্বস্তিসূচক বাড়বে। তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অর্থাৎ, গরম খুব বেশি থাকবে না। তবে আর্দ্রতা বেশি থাকায় ক্রিকেটারদের একটু সমস্যা হতে পারে। দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্ব দিকে হাওয়া বইবে। ফলে পেসারেরা সুইং পেতে পারেন।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

২০১৭ সালের পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। আয়োজক দেশ পাকিস্তান। তবে ভারত সে দেশে খেলতে যাবে না। ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। বাকি সকল দেশকে সেখানে গিয়ে ভারতের সঙ্গে খেলতে হবে। একটি সেমিফাইনাল হবে দুবাইয়ে। ভারত যদি ফাইনালে ওঠে তা হলে সেই ম্যাচও হবে দুবাইয়ে। ভারত না উঠলে ফাইনাল হবে লাহোরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement