Shubman Gill in Champions Trophy

বুধবার অনুশীলন করেননি, বৃহস্পতিবার নেটে একা ব্যাটিং শুভমনের, কেন এমন সিদ্ধান্ত

বুধবার ভারতের অনুশীলনে ছিলেন না শুভমন গিল। বৃহস্পতিবার একা একা অনুশীলন করতে দেখা গেল তাঁকে। নেটে একাই ব্যাটিং করলেন ভারতের সহ-অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৫
Share:

অনুশীলনে শুভমন গিল। ছবি: পিটিআই।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল ফর্মে রয়েছেন শুভমন গিল। বাংলাদেশের বিরুদ্ধে শতরানের পর পাকিস্তানের বিরুদ্ধে ৪৬ রান করেছেন তিনি। রবিবার গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড। তার আগে বুধবার ভারতের অনুশীলনে ছিলেন না শুভমন। বৃহস্পতিবার একা একা অনুশীলন করতে দেখা গেল তাঁকে। নেটে একাই ব্যাটিং করলেন ভারতের সহ-অধিনায়ক।

Advertisement

বুধবার সন্ধ্যায় অনুশীলন করে ভারতীয় দল। সেখানে দেখা যায়নি শুভমনকে। তিনি কেন আসেননি সে বিষয়ে কিছু জানায়নি দল। তবে সূত্রের খবর, শরীর ভাল ছিল না ভারতের সহ-অধিনায়কের। বৃহস্পতিবার ছিল বিশ্রামের দিন। কিন্তু আগের দিন অনুশীলন না করায় বৃহস্পতিবার একাই অনুশীলন করেন শুভমন।

বৃহস্পতিবার বিকালে দুবাই ক্রিকেট অ্যাকাডেমিতে যান শুভমন। সঙ্গে ছিলেন দলের কিছু সাপোর্ট স্টাফ ও থ্রো-ডাউন বিশেষজ্ঞ। সেখানে বেশ কিছু ক্ষণ ব্যাট করেন শুভমন। তার পরে আবার হোটেলে ফিরে আসেন তিনি। এই দিন ভারতীয় ক্রিকেটারদের অনেকেই হোটেল থেকে বার হননি। কেউ কেউ অবশ্য একটু শহর ঘুরতে বার হয়েছিলেন।

Advertisement

মহম্মদ শামি গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরার ছবি পোস্ট করেন ভারতীয় পেসার। মঙ্গলবার কফি খেতে যাওয়ার ছবি দিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। রোহিত শর্মার পরিবার দুবাইয়ে রয়েছে। মেয়ের সঙ্গে দুবাইয়ে ঘুরতে যাওয়ার ছবি দিয়েছিলেন তিনি। সেমিফাইনালে উঠে যাওয়ায় ভারতীয় দলের বিভিন্ন ক্রিকেটার নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। রবিবারের ম্যাচের আগে ফুরফুরে মেজাজ কোচ গৌতম গম্ভীরের শিবিরে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

শুক্রবার সন্ধ্যায় আবার অনুশীলন করবে ভারতীয় দল। রবিবারের ম্যাচের আগে সেটিই হবে দলের শেষ অনুশীলন। সেখানে সকলকে দেখা যাবে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামার আগে শেষ বারের মতো নিজেদের ঝালিয়ে নেবেন ভারতীয় ক্রিকেটারেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement